★★বিসমিল্লাহির রহমানির রহিম★★
"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।"
বাংলাদেশের ঐতিহাসিক_গুরুত্বপূর্ণ_স্থান
★★✓প্রশ্ন : বাংলাদেশের প্রাচীন শহর কোনটি ?
উঃ পুণ্ড্রবর্ধন । বর্তমানে যা মহাস্থানগড় নামে পরিচিত ।
★★ ✓প্রশ্ন : মহাস্থানগড় কোথায় অবস্থিত ? উঃ বগুড়া জেলায় ।
★★✓প্রশ্ন : খােদার পাথর ভিটা কোথায় অবস্থিত ?
উঃ মহাস্থানগড় ।
★★✓ প্রশ্ন : বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত ?
উঃ মহাস্থানগড় ।
★★✓প্রশ্ন : আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত ?
উঃ কুমিল্লার ময়নামতিতে ।
★★✓প্রশ্ন : রামুমন্দির কোথায় অবস্থিত ? উঃ কক্সবাজারের রামু থানায় ।
★★✓প্রশ্ন : উত্তরা গণভবন কোথায় ?
উঃ নাটোর ।
★★✓প্রশ্ন : কান্তজীর মন্দির কোথায় অবস্থিত ?
উত্তর : দিনাজপুর ।
★★✓প্রশ্ন : বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত ?
উঃ রাজশাহী ।
★★✓প্রশ্ন : পানাম নগর কোথায় অবস্থিত ? উঃ সােনারগাঁয়ে ।
★★✓প্রশ্ন : আফগান দুর্গ কোথায় অবস্থিত ?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে ।
★★✓ প্রশ্ন : আহসান মঞ্জিল কে নির্মাণ করেন ?
উঃ নবাব আব্দুল গণি ।
★★✓ প্রশ্ন : আহসান মঞ্জিল কত সালে নির্মাণ করা হয় ?
উঃ ১৮৭২ সালে ।
★★✓প্রশ্ন : ঢাকার কোথায় সর্বপ্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয় ?
উঃ আহসান মঞ্জিলে ।
★★✓ প্রশ্ন : কত সালে প্রথম আহসান মঞ্জিলে / ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় ? উঃ ১৯০১ সালের ৭ ডিসেম্বর ।
★★✓ প্রশ্ন : বলধা গার্ডেন কোথায় অবস্থিত ?
উঃ পুরান ঢাকার টিকাতুলিতে ।
★★✓ প্রশ্ন : বলধা গার্ডেন কে নির্মাণ করেন ?
উঃ গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ।
★★✓প্রশ্ন : বলধা গার্ডেন কখন নির্মাণ করা হয় ?
উঃ ১৯০৯ সালে ।
★★✓ প্রশ্ন : বলধা গার্ডেন কেন বিখ্যাত ? উঃ দেশে - বিদেশি দুর্লভ বৃক্ষের জন্য ।
এখানে ৮০০ প্রজাতি প্রায় ১৮ হাজার দেশি - বিদেশি উদ্ভিদ রয়েছে ।
★★✓প্রশ্নঃ শিলাইদহ কুঠিবাড়ি কোথায় অবস্থিত ?
উঃ কুষ্টিয়ায় ।
★★বিসমিল্লাহির রহমানির রহিম★★
"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,সুবহানাল্লাহিল আযীম।"
বাংলাদেশের #ঐতিহাসিক_গুরুত্বপূর্ণ_স্থান
#বাংলাদেশ_বিষয়াবলি
#সেকেন্ড_পার্ট
★★✓ প্রশ্ন : শিলাইদহ কুঠিবাড়ি স্থাপিত হয় কবে ?
উঃ ১৮১৩ সালে ।
★★✓ প্রশ্ন : মহাস্থানগড় কোথায় অবস্থিত ?
উঃ বগুড়া জেলায় ।
★★✓প্রশ্ন : ভাসু বিহার কোথায় অবস্থিত ?
উঃ বগুড়ার মহাস্থানগড়ে ।
★★✓ প্রশ্ন : বগুড়ার মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে ?
উঃ মৌর্য যুগের ।
★★✓প্রশ্ন : সোমপুর বিহার কোথায় অবস্থিত ?
উঃ নওগাঁ জেলার পাহাড়পুরে ।
★★✓ প্রশ্ন : পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ?
উঃ সােমপুর বিহার ।
★★✓প্রশ্ন : সােমপুর বিহার কে নির্মাণ করেন ?
উঃ রাজা ধর্মপাল ।
★★✓প্রশ্ন : হলুদ বিহার কোথায় অবস্থিত ?
উঃ নওগাঁ জেলায় ।
★★✓প্রশ্ন : জগদ্দল বিহার কোথায় অবস্থিত ?
উঃ নওগাঁ জেলায় ।
★★✓ প্রশ্ন : শালবন বিহার কোথায় অবস্থিত ?
উঃ কুমিল্লা জেলার ময়নামতিতে ।
★★✓প্রশ্ন : শালবন বিহার কে নির্মাণ করেন ?
উঃ রাজা ভবদেব ।
★★✓প্রশ্ন : আনন্দ বিহার কোথায় অবস্থিত ?
উঃ কুমিল্লা জেলায় ।
★★✓প্রশ্ন : আনন্দ বিহার কে নির্মাণ করেন ?
উঃ রাজা আনন্দ দেব ।
★★✓ প্রশ্ন : ভােজ বিহার কোথায় অবস্থিত ?
উঃ কুমিল্লা জেলায় ।
★★✓প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি ?
উঃ শালবন বিহার । ( নির্মিত হয় ৬ষ্ঠ শতকে ]
★★✓প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার কোনটি ?
উঃ সােমপুর বিহার ।
★★✓প্রশ্ন : সীতাকোট বিহার কোথায় অবস্থিত ?
উঃ দিনাজপুর । ( নির্মিত হয় ৭ম -৮ ম শতকে)
★★ ✓ প্রশ্ন : মহামুনি বিহার কোথায় অবস্থিত ?
উঃ চট্টগ্রামের রাউজানে ।
★★✓প্রশ্নঃ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত ?
উঃ ঢাকার বাড্ডায় ।
★★✓প্রশ্ন : শাক্যমনি বিহার কোথায় অবস্থিত ?
উঃ ঢাকার মিরপুরে ।
★★প্রশ্ন : প্রাক - মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি ?
উঃ বিনত বিবির মসজিদ ।
★★বিসমিল্লাহির রহমানির রহিম★★
"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,সুবহানাল্লাহিল আযীম।"
বাংলাদেশের #ঐতিহাসিক_গুরুত্বপূর্ণ_স্থান
#বাংলাদেশ_বিষয়াবলি
#3rd_পার্ট
💖প্রশ্ন : মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি ?
উঃ আওলাদ হােসেন লেনের মসজিদ ।
💖প্রশ্ন : সােনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল ?
উঃ মুঘল আমলে ।
💖প্রশ্ন : বাংলার রাজধানী সােনারগাঁয় কে স্থাপন করেন ?
উঃ ঈশা খাঁ ।
💖 প্রশ্ন : সােনারগাঁ কার নামানুসারে নামকরণ হয়েছে ?
উঃ ঈশা খাঁর স্ত্রী সােনা বিবির নামে ।
💖প্রশ্ন : সােনারগাঁর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল ?
উঃ মহাস্থানগড় ।
💖প্রশ্ন : সােনা বিবির মাজার কোথায় অবস্থিত ?
উঃ সােনারগাঁতে ।
💖প্রশ্ন : পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত ?
উঃ সােনারগাঁতে ।
💖 প্রশ্ন : পরি বিবির মাজার কোথায় অবস্থিত ?
উঃ ঢাকার লালবাগ কেল্লায় ।
💖প্রশ্ন : বাংলাদেশের একমাত্র লােকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত ?
উঃ সােনারগাঁতে ।
💖প্রশ্ন : সােনারগাঁয়ের পূর্ব নাম কী ছিল ?
উঃ সুবর্ণ গ্রাম ।
💖প্রশ্ন : ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয় ?
উঃ ১৬১০ সালে ।
💖 প্রশ্ন : বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন কে ?
উঃ সুবেদার ইসলাম খান ।
💖 প্রশ্ন : ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন ?
উঃ খান জাহান আলী ।
💖প্রশ্ন : ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ?
উঃ বাগেরহাট ।
💖প্রশ্ন : ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যো কত ?
উঃ ৮১ টি ।
💓 প্রশ্ন : মধ্যযুগে শ্রেষ্ঠ মুসলিম স্থাপত্য কোনটি ?
উঃ ষাট গম্বুজ মসজিদ ।
💞প্রশ্ন : বিখ্যাত সাত গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন ?
উঃ শায়েস্তা খান ।
💘প্রশ্ন : সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ?
উঃ ঢাকার মােহাম্মদপুর ।
💓প্রশ্ন : সাত গম্বুজ মসজিদ এর গম্বুজ সংখ্যা কয়টি ?
উঃ ৩ টি ।
💕❤️ প্রশ্ন : বিখ্যাত তাঁরা মসজিদ কোথায় অবস্থিত ?
উঃ পুরান ঢাকায় ।
💖প্রশ্ন : তাঁরা মসজিদ কে নির্মাণ করেন ?
উঃ মির্জা গােলাম পীর ( আহমেদ জান )
★★বিসমিল্লাহির রহমানির রহিম★★
"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,সুবহানাল্লাহিল আযীম।"
বাংলাদেশের #ঐতিহাসিক_গুরুত্বপূর্ণ_স্থান
#বাংলাদেশ_বিষয়াবলি
#4th_পার্ট
💓প্রশ্ন : বাংলাদেশের প্রথম ‘ পাখির অভয়ারণ্য ' কোথায় অবস্থিত ?
উত্তর : ঢাকার সাভারে।
❤️প্রশ্ন : বিখ্যাত ছােট কাটরা ও বড় কাটরা মসজিদ কোথায় অবস্থিত ?
উঃ পুরান ঢাকার চকবাজারে ।
💞 প্রশ্ন : বাংলাদেশের প্রথম ফিস ওয়ার্ল্ড একুরিয়াম ' কোথায় অবস্থিত ?
উঃ কক্সবাজার ।
💕 প্রশ্ন : বিখ্যাত ছােটকাটরা মসজিদ কে নির্মাণ করেন ?
উঃ শায়েস্তা খান ।
💘প্রশ্ন : বিখ্যাত বড়কাটরা মসজিদ কে নির্মাণ করেন ?
উঃ শাহ সুজা ।
💥প্রশ্ন : গৌড়ের ছােট সােনা ও বড় সােনা মসজিদ কোথায় অবস্থিত ?
উঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা ।
🔥প্রশ্ন : গৌড়ের ছােট সােনা মসজিদ কে নির্মাণ করেন ?
উঃ আলাউদ্দিন হােসেন শাহ ।
👺 প্রশ্ন : গৌড়ের বড় সােনা মসজিদ কে নির্মাণ করেন ?
উঃ নুসরত শাহ ।
💔প্রশ্ন : বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত ?
উঃ নােয়াখালী জেলার বেগমগঞ্জে ।
💖প্রশ্ন : মুজিবনগর কোথায় অবস্থিত ?
উঃ মেহেরপুর ।
💕প্রশ্ন : পুরান ঢাকায় লালবাগ কেল্লা নির্মাণ করা হয় কত সালে ?
উঃ ১৬৭৮ সালে ।
🤔 প্রশ্ন : লালবাগ কেল্লার নির্মাণ কাজ কে শুরু করেন ?
উঃ যুবরাজ মােহাম্মদ আযম ।
👉প্রশ্ন : লালবাগ কেল্লার নির্মাণ কাজ কে শেষ করেন ?
উঃ শায়েস্তা খান ।
🤔প্রশ্ন : লালবাগ কেল্লার আদি নাম কী ?
উঃ আওরঙ্গবাদ দুর্গ ।
😈প্রশ্ন : ‘ ঢাকা গেইট’কে নির্মাণ করেন ?
উঃ মীর জুমলা ।
💝প্রশ্ন : ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কাকে ? উঃ সিলেটকে ।
💜প্রশ্ন : বারাে আউলিয়ার দেশ বলা হয় কাকে ?
উঃ চট্টগ্রামকে ।
🤦প্রশ্ন : পর্যটনকেন্দ্র ‘ বিছানাকান্দি ' কোথায় অবস্থিত ?
উঃ সিলেটের গােয়াইনঘাট ।
🤦প্রশ্ন : পর্যটনকেন্দ্র রাতারগুল বন ' কোথায় অবস্থিত ?
উঃ সিলেটের গােয়াইনঘাট ।
😁প্রশ্ন : পর্যটনকেন্দ্র জাফলং ' কোথায় অবস্থিত ?
উঃ সিলেটের গােয়াইনঘাট ।
🍀 প্রশ্ন : বাংলাদেশের প্রথম কৃষি মিউজিয়াম ' বা ' কৃষি জাদুঘর কোথায় অবস্থিত ?
উঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় , ময়মনসিংহ ।
★★বিসমিল্লাহির রহমানির রহিম★★
"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,সুবহানাল্লাহিল আযীম।"
বাংলাদেশের #ঐতিহাসিক_গুরুত্বপূর্ণ_স্থান
#বাংলাদেশ_বিষয়াবলি
#5th_পার্ট
🌙প্রশ্ন : ইউনেস্কো ঘােষিত বাংলাদেশে বিশ্ব ঐতিহ্য ' ( World Heritage ) কয়টি ?
উঃ ৩ টি ।
১. ষাটগম্বুজ মসজিদ ,
২. পাহাড়পুর বৌদ্ধ বিহার ও
৩.সুন্দরবন ।
(এর মাঝে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ' ঘােষণা করে ১৯৯৭ সালে এবং বাকি দুটিকে ১৯৮৫ সালে । )
🌙 প্রশ্ন : বাংলদেশে প্রথম বিশ্ব ঐতিহ্য কোনটি ?
উঃ ষাটগম্বুজ মসজিদ ।
🌙প্রশ্ন : ইউনেস্কো ঘােষিত কয়টি ‘ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ' ( Intangible Heritage ) রয়েছে ?
উঃ ৪ টি । যথা :
১. বাউল গান ,
২. জামদানি শাড়ি ,
৩ .মঙ্গল শােভাযাত্রা ও
৪. শীতল পাটি ।
🌙প্রশ্ন : বিশ্ব মেধাসম্পদ সংস্থা ( WIPO ) কর্তৃক ঘােষিত বাংলাশের ভৌগােলিক নির্দেশক পণ্য ' ( GI পণ্য ) কতটি ?
উঃ ৩ টি ।
🌙প্রশ্ন : বিশ্ব মেধাসম্পদ সংস্থা ( WIPO ) কর্তৃক ঘােষিত বাংলাশের ' ভৌগােলিক নির্দেশক পণ্য ' ( GI পণ্য ) -গুলাে কী কী ?
উঃ ৩ টি, যথা :
১। জামদানি শাড়ি ( ২০১৬ সালে ঘােষিত এটি বাংলাদেশের প্রথম জিআই পণ্য )
২। ইলিশ মাছ ( ২০১৭ সালে ঘােষিত এটি বাংলাদেশের দ্বিতীয় জিআই পণ্য )
৩। চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম যার অপর নাম “ হিমসাগর আম ' ( ২০১৯ সালে ঘােষিত এটি বাংলাদেশের তৃতীয় ও সর্বশেষ জিআই পণ্য ) ।
🌙প্রশ্ন : GI পণ্য কী ?
উঃ কোনাে একটি নির্দিষ্ট দেশের কোনাে একটি নির্দিষ্ট পণ্যের মেধাস্বত্ব বা মালিকানাকে GI পণ্য ( Geographical Indication Product ) ভৌগােলিক নির্দেশক পণ্য বলা হয় । আর এই জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে জাতিসংঘের বিশ্ব মেধাসম্পদ সংস্থা তথা WIPO ( World Intellectual Property Organization )।
🌙 প্রশ্ন : বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ কনভেনশন , ১৯৭১ সালে ইরানে অনুষ্ঠিত রামসার কনভেনশন ' - এর স্বীকৃতি অনুয়ায়ী বাংলাদেশে স্বীকৃত রামসার সাইট ' কয়টি ?
উঃ ২ টি ।
🌙প্রশ্নঃ বাংলাদেশে অবস্থিত রামসার সাইটগুলাে কী কী ?
উঃ সুন্দরবন ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ।
🌙 প্রশ্নঃ বাংলাদেশের প্রথম রামসার সাইট কোনটি ?
উঃ সুন্দরবন ।
🌙প্রশ্ন : কত সালে সুন্দরবনকে ‘ রামসার সাইট ' হিসেবে ঘােষণা করা হয়- ১৯৯২ সালে।
( কিন্তু ইউনেস্কো সুন্দরবনকে ‘ বিশ্ব ঐতিহ্য ' হিসেবে ঘােষণা করে ১৯৯৭ সালে )
🌙প্রশ্ন : কত সালে টাঙ্গুয়ার হাওরকে রামসার সাইট ' ঘােষণা করা হয় ?
উঃ ২০০০ সালে ।
🌙 প্রশ্ন : সরকার ঘােষিত বাংলাদেশে হেরিটেজের সংখ্যা কত ? উঃ ৯৩ টি । ( তথ্যসূত্র : দৈনিক প্রথম আলাে , ২৬ ফেব্রুয়ারি , ২০১৯




No comments:
Write Comments