41th BCS Preliminary Model Test-03
1. প্রথম বাঙালি কবি হিসেবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন-
- লুইপা
- কাহ্ণপা
- ডোম্বীপা
- কুক্কুরীপা
2. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
- গীতালী
- গীতবিতান
- গীতিমালা
- Song Offering
3. a+b+c=12,a^(2+) b^(2+) c^2=50 এবং abc=60 হলে a^(3+) b^(3+) c^3 এর মান নির্ণয় কর ।
- 216
- 234
- 222
- 213
4. who wrote Top secret .
- Henry Fielding
- Jonathan swift
- Daniel defoe
- Alexander pope
5. সিলিকন একটি-
- ধাতু
- অধাতু
- অপধাতু
- মিশ্র ধাতু
6. আলাওল কোন শতকের কবি?
- ১৪শতক
- ১৭শতক
- ১৮শতক
- ১৫শতক
7. সুনামি অর্থ কি?
- উচু ঢেউ
- চোখ
- কুন্ডলী
- সাগরের ঢেউ
8. ২০১৭-২০১৮ বাজেটে শিক্ষা ও প্রযুক্তি ঘাতে বরাদ্দ
- ৩০.৭%
- ১৬.৪%
- ২০.৫%
- ২২.৭%
9. হাইড্রোজেনে নিউট্রন রয়েছে কয়টি?
- ৮ টি
- ৪ টি
- ২ টি
- একটিও নেই
10. Who is the author of ‘Shooting an Elephant’ ?
- George Orwell
- Charles Dickens
- Rudyard Kipling
- James Joyce
11. The novel ‘A Room with a View written by….
- H.G Wells
- George Orwell
- Ernest Hemingway
- E.M Forster
12. a+b+c=0 হলে a3+b3+c3এর মান কত?
- abc
- 3abc
- 6abc
- 9abc
13. স্বর্ণকুমারী দেবীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কি সর্ম্পক?
- সমসাময়িক কবি
- ভক্ত লেখিকা
- ভ্রাতা-ভগ্নি
- ঠাকুর পো-বৌদি
14. Burnt one’s finger means?
- Got himself into trouble
- Got exclusive things
- Incredible
- Happy
15. নিচের কোনটি অল্পপ্রাণ অঘোষ ধ্বনি?
- ছ
- দ
- ক
- ফ
16. জাতীয় উন্নয়নের মূলধন বলা হয় কোনটিকে ?
- সামাজিক মূল্যবোধ
- গণতান্ত্রিক মূল্যবোধ
- ব্যক্তিগত মূল্যবোধ
- রাজনৈতিক মূল্যবোধ
17. বাংলাদেশে রঙ্গিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়?
- ১৯৭৯
- ১৯৮০
- ১৯৮১
- ১৯৮২
18. ঘড়িতে যখন 4 টা 30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটে কাঁটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়?
- ৪০◦
- ৪৫◦
- ৫০◦
- ৬০◦
19. পেশোয়ার হতে তাসখন্দ- কোন জাতীয় রচনা?
- আত্মজীবনী
- জীবনী
- রম্য রচনা
- ভ্রমণ কাহিনি
20. SDG এর সহযোগী লক্ষমাত্রা নির্ধারিত হয়েছে____
- ১৬০টি
- ১৭০টি
- ১৫০টি
- ১৪০টি
21. মৌর্যযুগে-গুপ্তচরকে ডাকা হয় কি নামে?
- সঞ্চারী
- সঞ্চারা
- করণিক
- কোনটিইনা
22. জাতীয় মানব পাচার দমন সংস্থা গঠন করা হয় কবে?
- ৬ জুন ২০১৭
- ১০ জুন ২০১৭
- ৬ জুলাই ২০১৭
- ১০জুলাই ২০১৭
23. একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড়সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত?
- 6/2
- 6/1
- 3/1
- 2/3
24. পশ্চিমা দেশসমূহ সুশাসনের কয়টি দিকের কথা উল্লেখ করেছেন?
- 2
- 4
- 7
- 16
25. সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র –
- পাইরোমিটার
- ক্যালরিমিটার
- টেনসিওমিটার
- গ্রাভিমিটার
26. Who wrote”Ulysses”……..
- George Orwell
- Charles Dickens
- Rudyard Kipling
- James Joyce
27. ১২ হতে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
- 5
- 6
- 7
- 8
28. অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- অনু+ষণ
- আনু+এষণ
- আন+এষণ
- অনু+এষণ
29. ভূ-ত্বকের প্রধান উপাদান হলো?
- অ্যালুমিনিয়াম
- অক্সিজেন
- সিলিকন
- লোহা
30. নিচের কোনটি আত্মবাচক সর্বনাম?
- খোদ
- কার
- আমি
- ঐসব
31. শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে?
- শীতকালে
- বর্ষাকালে
- গ্রীষ্মকালে
- বসন্তকালে
32. মুক্তিযুদ্ধের নেতৃত্বদান কারী জাতীয় চার নেতাকে কবে হত্যা করা হয়?
- ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর
- ১৯৭৫ সালের ৭ মার্চ
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর
- ১৯৭২ সালের ৩ নভেম্বর
33. প্রথম কৃত্রিম বাণিজ্যিক উপগ্রহ কোনটি?
- ইনটেলসেট
- ভাইকিং
- পাথফাইন্ডার
- কিউরিসিটি
34. a-b= 3 এবং ab=108হলেa^2- b^2 এর মান কত?
- ±63
- 63
- ±60
- ±50
35. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- প্রমথ চৌধুরী
- মোহাম্মদ নাসিরউদ্দীন
- মোহাম্মদ আকরাম খাঁ
- মোজাম্মেল হক
36. বিলিরুবিন তৈরি হয় কোথায়?
- অন্ত্রে
- যকৃতে
- প্লীহায়
- প্যারাইটাল কোষ হতে
37. বাংলাদেশ মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে?
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- অর্থমন্ত্রী
- ন্যায়পাল
38. সমাধান করঃ 3^(xm-1) 〖=3a〗^(mx-2)
- x= 2/m
- x= 3/m
- x= 1/m
- x= (-1)/m
39. উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- ফারসি
- পর্তুগিজ
- আরবি
- তুর্কি
40. Who wrote”Orlando”
- H.G Wells
- George Orwell
- Ernest Hemingway
- Virginia Woolf
41. নূরজাহান নাটকের রচয়িতা কে?
- নবীনচন্দ্র সেন
- মনমোহন বসু
- দ্বিজেন্দ্রলাল রায়
- কালীপ্রসন্ন সিংহ
42. শিক্ষা:অক্ষর::জীবন:?
- উন্নতি
- জন্ম
- স্কুল
- শিক্ষক
43. Which one is correct??
- Billiards is a very difficult game.
- Billiard is a very difficult game.
- Billiards are a very difficult game.
- Billiards is a very difficult games.
44. কত তারিখে লাহোর প্রস্তাব সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়?
- ২২ মার্চ
- ২৩ মার্চ
- ২৪ মার্চ
- কোনটিই নয়
45. শুধু মূল বলা হয় কোনটি?
- মূলা
- অাদা
- শালগম
- অালু
46. দেশে দূর্যোগ ব্যবস্হাপনা কেন্দ্র কতটি?
- 100
- 400
- 410
- 450
47. I went to SUNDARBON, I didn’t see any TIGER but I had seen Tiger footprint. This sentence is ____
- complex
- compound
- simple
- exclamatory
48. মিনি কম্পিউটারের জনক কে?
- হাওয়ার্ড একিন
- কেনেথ এইচ ওলসেন
- জোনাথন ফ্লেচার
- এলান এমটাজ
49. পৃথিবীর কোন অঞ্চল বলকান নামে পরিচিত?
- উত্তর-পশ্চিম ইউরোপ
- দক্ষিন-পূর্ব ইউরোপ
- উত্তর-পূর্ব ইউরোপ
- উত্তর-পশ্চিম ইউরোপ
50. ভাইমার গনতন্ত্র কোন দেশে প্রচলিত ছিল?
- ইতালি
- জার্মানি
- রাশিয়া
- ফ্রান্স
51. ল তু নী র পুন
- পুতুল ননীর
- পুলন তুনীর
- ননীর পুতুল
- নীলতুরপুন
52. সবচেয়ে পুরাতন অপারেটিং সিস্টেম –
- ইউনিক্স
- লিনাক্স
- ম্যাক ওএস
- সান সোলারিস
53. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়-
- সমাস
- কারক
- লিঙ্গ
- সন্ধি
54. সর্বজন এর বিশেষণ কি?
- বিশ্বজন
- ঐশ্বরিক
- বিশ্বজনীন
- সর্বজনীন
55. চিরন্তন’শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- পুরাতন
- ক্ষণকালীন
- তিরোভাব
- পরলোক
56. দেশব্যাপি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কত সালে চালু হয়েছে?
- ১৯৯০ সালে
- ১৯৯২ সালে
- ১৯৯১ সালে
- ১৯৯৩ সালে
57. বায়ুতে গ্রিনহাউজ গ্যাস সিএফসি গ্যাসের পরিমাণ কত?
- ৪৯%
- ১৮%
- ১৪%
- ৬%
58. বর্তমানে LDC ভুক্ত দেশ কয়টি?
- ৪৮
- ৪৭
- ৫০
- ৪৯
59. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
- চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
- দ্বৈত শাসন ব্যবস্থা
- সতীদাহ নিবারন ব্যবস্থা
- পুলিশি ব্যবস্থা
60. শ্বসনে উদ্ভিদ কী ত্যাগ করে?
- অক্সিজেন
- হাইড্রোজেন
- কার্বনডাইঅক্সাইড
- নাইট্রোজেন
61. Who is a famous dramatic and also was a friend of Jonathan swift….
- John Lyly
- Alexander pope
- William Congreve
- John Dryden
62. Who is the writer of the drama”The family Reunion”…….
- E. Hemingway
- T. S. Eliot
- G. B. Shaw
- C. Dickens
63. এক প্যাকেট তাস হতে হরতনের একটি রাজা বের করা হলো। বাকি তাসগুলো ভালভাবে শাফল করা হলো।তাসটি হরতন হবার সম্ভাবনা নির্ণয় কর।
- 3/17
- 2/17
- 4/17
- 1/17
64. Out of the wood’ means- means?
- free from difficulties.
- fall into difficult
- get anything
- consider
65. কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে,এর প্রথম(m+n)পদের সমষ্টি নির্ণয় কর।
- -(m-n)
- (m+n)
- -(m+n
- কোনোটি না
66. সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে কোণ গুলোর সমষ্টি কত?
- n সমকোণ
- 2nসমকোণ
- (2n-4)xসমকোণ
- (2n-2)সমকোণ
67. “এশিয়া ও প্রশান্ত মহাসীগরীয় অঞ্চলের পল্লীর দারিদ্র্য মোচন” এটি কোন সংস্থার লক্ষ্য?
- CIRDAP
- IDA
- APEC
- OPEC
68. ২০১৭ সালের ১১ তম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- অস্ট্রেলিয়া
- ভারত
- দক্ষিন আফ্রিকা
- ইংল্যান্ড
69. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
- রাজশাহী
- ঢাকা
- চট্রগ্রাম
- সিলেট
70. পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার?
- ৫০০৫০
- ৬৪০০
- ৩৬৫০
- ৫৭০০
71. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি
- ন্যাশনাল ব্যাংক
- আরব-বাংলাদেশ ব্যাংক
- আইএফআইসি ব্যাংক
- দি সিটি ব্যাংক
72. Human Development Report-2016 অনুযায়ী দক্ষিন এশিয়ার কোন দেশটি শীর্ষে রয়েছে?
- ভারত
- মালদ্বীপ
- শ্রীলংকা
- বাংলাদেশ
73. Who wrote the poem”The White Horse”
- G. B. Shaw
- Thomas Hardey
- Charles Dickens
- D. H. Lawrence
74. ‘Lady chatterley’s lover’ is a novel written by ….
- G. B. Shaw
- Thomas Hardey
- Charles Dickens
- D. H. Lawrence
75. Log3+Log9+Log27……..15 টি পদের সমষ্টি কত?
- 101Log3
- 55Log5
- 120Log3
- 110Log3
76. Use the appropriate article – I saw ______________ one eyed man when I was walking on the road.
- a
- an
- the
- no article is needed.
77. কোনটি স্হানিয় বায়ু?
- হারিকেন
- টাইফুন
- সাইমুম
- টর্নেডো
78. একটি ছাত্রাবাসে ৫০ জন ছাত্রের ২০ দিনের খাদ্য মজুদ আছে। ৩ দিন পর ১৬ ছাত্র অন্যত্র চলে গেল।বাকি খাদ্যে অবশিষ্ট ছাত্রদের কতদিন চলবে?
- ২৩ দিন
- ২২ দিন
- ২৫ দিন
- ২৪ দিন
79. সূর্য কোন বর্ণের?
- লাল
- সবুজ
- সাদা
- হলুদ
80. কোষের বিশেষ পর্দাকে বলে-
- পেরিকার্ডিয়াম
- প্লাজমা লেমা
- প্লুরা
- মেনিনজেস
81. লাউসেন, হরিশ্চন্দ্র কোন মঙ্গল কাব্যের চরিত্র-
- ধর্মমঙ্গল
- চণ্ডীমঙ্গল
- মনসামঙ্গল
- অন্নদামঙ্গল
82. সবচেয়ে বড় ফুল র্যাফ্লেসিয়া অারল্ডি কোন দেশে পাওয়া যায়?
- ভারতে
- নেপালে
- ফিলিপাইনে
- ইন্দোনেশীয়
83. গ্রীসকে বেল আউট প্যাকেজ দিয়ে সহায়তা করেছিল-
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল
- ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংক
- ইউরোপীয়ান কমিশন
- সবগুলো
84. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
- অকাল
- ত্রিকাল
- জজ সাহেব
- বহুব্রীহি
85. দুদিনের খেলাঘর- উপন্যাসটির রচয়িতা কে?
- আকবর হোসেন
- শওকত আলী
- শওকত ওসমান
- নজরুল ইসলাম
86. জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে?
- ২১ অক্টোবর
- ২৩ জুলাই
- ২২ অক্টোবর
- ২২ এপ্রিল
87. Millennium অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়?এর মধ্যে কতগুলোতে প্রথমে ও শেষে M থাকে?
- 45360,1260
- 34260,1160
- 32160,1060
- 30060,9060
88. যদি(x-5)(a+x)=x2-25 হয় তবে aএর মান কত?
- -5
- 5
- 25
- -25
89. Who is the famous for the theory of ‘Objective Co-relative?
- E. Hemingway
- T. S. Eliot
- G. B. Shaw
- C. Dickens
90. ই-মেইলের জন্য জনপ্রিয় সফটওয়্যার কোনটি?
- Netscape
- Foxpro
- Thunder bird
- Eudora
91. তির্যক শব্দের প্রতিশব্দ কোনটি?
- হ্রস্ব
- দীর্ঘ
- ঋজু
- স্থুল
92. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
- সিপাহী
- ল্যান্স নায়েক
- হাবিলদার
- ক্যাপ্টেন
93. মুক্তিযুদ্ধের নেতৃত্বদান কারী জাতীয় চার নেতাকে গ্রেফতার করা হয় কবে?
- ১৯৭৫ সালের ২৫ আগষ্ট
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
- ১৯৭৫ সালের ২২ আগষ্ট
- কোনটিইনা
94. বাংলা সাহিত্যে শেলী নামে পরিচিত-
- আলাওল
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মাইকেল মধুসূদন দত্ত
95. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
- যুগবাণী
- মধুমালা
- সিন্দাবাদ
- রুদ্রমঙ্গল
96. Try your best. Here “best”is …..
- adjective
- adverb
- noun
- verb
97. সেন বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা কে?
- বিজয় সেন
- লক্ষন সেন
- হেমন্ত সেন
- সামন্ত সেন
98. চর্যাপদে কোন ধ্বনির প্রাধান্য বেশি?
- স্পৃষ্ট ধ্বনি
- মৌখিক ধ্বনি
- অনুনাসিক ধ্বনি
- নাসিক্য ধ্বনি
99. ছিটমহল বিনিময় সম্পন্ন হয়____
- ১ জুলাই ২০১৫
- ১ আগষ্ট ২০১৫
- ৯ আগষ্ট ২০১৫
- ১ জুলাই ২০১৬
100. নাগরিকের কিসের উপর সুশাসন নির্ভর করে?
- নাগরিক দেশপ্রেম
- ন্যায়নীতি
- সহমর্মিতা
- নাগরিক কর্তব্যবোধে
101. who wrote the satirical poem,The Masquerade.
- Henry Fielding
- Jonathan swift
- Daniel defoe
- Alexander pope
102. প্রথম সম্পূর্ণ বাংলায় মোবাইল ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
- ডাচ-বাংলা
- অাইএফঅাইসি
- এবি ব্যাংক
- জনতা ব্যাংক
103. The dog saw his own ………. in the water.
- shade
- shadow
- both
- none
104. ভারতের নবনিযুক্ত রাষ্ট্রপতি পেশায় ছিলেন–
- চিকিৎসক
- প্রকৌশলী
- আইনজীবী
- শিক্ষক
105. বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস কবে?
- ১১ জুন
- ২৬ জানুয়ারি
- ৭ এপ্রিল
- ১৩ অক্টোবর
106. Choose the correct sentence.
- No woman and no girl went to buy their clothes.
- No woman and no girl went to buy her clothes.
- The students each get the full marks.
- None of them
107. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী—এটি কার ঘোষণা?
- তিতুমীর
- ফকির মজনু শাহ
- দুদু মিয়া
- হাজী শরীয়তউল্লাহ
108. কোন পদের আগে অজস্র বসালে বহুবচন হয়?
- সর্বনাম
- বিশেষণ
- বিশেষ্য
- ক্রিয়া
109. বিশ্বে প্রতিষ্ঠিত সামরিক জেটগুলোর প্রধান উদ্দ্যেশ্য কি ছিল?
- যুদ্ধ বিরতিতে সহায়তা করা
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা
- কমিউনিজম প্রতিহিতকরণ
- অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা
110. কোন বাক্যটি শুদ্ধ ?
- I saw an one-eyed man b.
- I saw a one-eyed man
- I saw one-eyed man
- None of them
111. Who wrote”The longest journey”……..
- H.G Wells
- George Orwell
- Ernest Hemingway
- E.M Forster
112. IPU এর 136তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- নয়াদিল্লীতে
- ঢাকায়
- কাঠমুন্ডুতে
- থিম্পুতে
113. যদি a> b এবং c > 0 হয় তবে নিচের কোনটি সঠিক?
- c/a>b/c
- a/c>c/b
- c/a>c/b
- a/c>b/c
114. ‘who wrote The Traveler ” & The Citizen of the world.
- James Thomson
- Samuel Johnson
- Oliver Goldsmith
- William Blake
115. ভ্রূণ সম্পর্কিত বিদ্যাকে বলা হয়-
- embryology
- pomology
- Ichthyology
- Herpetology
116. পেনিসিলিয়াম অাবিষ্কারের জন্য ফ্লেমিং নোবেলপুরস্কার পান –
- ১৯২৮ সালে
- ১৯২৯ সালে
- ১৯৩৬ সালে
- ১৯৪৫ সালে
117. You are the only man ________ can do this.
- who
- that
- Both
- None
118. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি?
- বেটলগাল
- প্রক্সিমা সেন্টেরাই
- লুব্ধক
- সূর্য
119. চাঁদ থেকে পৃথিবীতে অালো অাসতে সময় লাগে –
- ৮ মিনিট ২০ সেকেন্ড
- ৮ মিনিট ৩২ সেকেন্ড
- ১ মিনিট ৩০ সেকেন্ড
- ৫ মিনিট ২০ সেকেন্ড
120. লাহোরর প্রস্তাব গ্রহণের সুদীর্ঘ কত বছর পর ‘ভারতের পূর্বাঞ্চলে ’প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ?
- ৪৬ বছর
- ৩০ বছর
- ৩১ বছর
- ৪৪ বছর
121. বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য উপযোগী?
- পূর্বাঞ্চল
- পশ্চিমাঞ্চল
- দক্ষিণাঞ্চল
- উত্তরাঞ্চল
122. Mac OS এর যাত্রা শুরু হয়____।
- ১৯৭৫ সালে
- ১৯৭৬ সালে
- ১৯৮৪ সালে
- ১৯৮৫ সালে
123. কোন ঘটনাটি আগে ঘটেছিল?
- শিল্প বিপ্লব
- আমেরিকার বিপ্লব
- রুশ বিপ্লব
- ফরাশি বিপ্লব
124. ডিজেলের অসম্পূর্ণ দহনে তৈরি হয়-
- কার্বনডাইঅক্সাইড
- কার্বনমনোক্সাইড
- সালফার ডাই অক্সাইড
- সিএফসি
125. “Organization of Petroleum Exporting Countries” সংস্থাটির সর্বশেষ সদস্য কোন দেশ?
- মন্ট্রিনিগ্রো
- নিরক্ষীয় গিনি
- ভিয়েতনাম
- কিরগিস্তান
126. কোন স্কুলের নবম শ্রেণির মানবিক শাখার ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জন পৌরনীতি,২৪ জন ভূগোল এবং ১১ জন পৌরনীতি ও ভূগোল উভয় বিষয় নিয়েছে।কতজন শিক্ষার্থী পৌরনীতি বা ভূগোল বিষয় দুইটির একটি ও নেয়নি?
- 8
- 3
- 6
- 5
127. ৭ সে মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
- ৯৮ বর্গ সে. মি.
- ৪৯বর্গ সে.মি
- ১৯৬ বর্গ সে.মি.
- ১৪৬ বর্গ সে.মি.
128. Honey tastes sweet .Make it passive…..
- Honey is sweet when it is tasted.
- Sweet is honey by tasted.
- Honey is sweet when it by tasted.
- It is tasted sweet by honey.
129. সঠিক বানানের শব্দ কোনটি?
- Credential
- Credancial
- Credantial
- Credencial
130. ১৮তম ন্যাম সম্মেলন?
- কারাকাস, ভেনিজুয়েলা
- কাঠমুন্ডু, নেপাল
- কলম্বো, শ্রীলংকা
- বাকু, আজারবাইজান
131. জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয়____
- তৃতীয় সংশোধনীতে
- প্রথম সংশোধনীতে
- চতুর্থ সংশোধনীতে
- দ্বিতীয় সংশোধনীতে
132. ট্যারিফ কমিশন কোন মন্ত্রনালয়ের অধীন_______
- অর্থ মন্ত্রনালয়
- পরিকল্পনা মন্ত্রনালয়
- শিল্প মন্ত্রনালয়
- বানিজ্য মন্ত্রনালয়
133. SDG এর মেয়াদ শেষ হবে_________
- ৩১ ডিসেম্বর ২০৩০
- ২৭ ডিসেম্বর ২০৩০
- ১ লা জানুয়ারি ২০২০
- ৩১ ডিসেম্বর ২০২০
134. জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
- ধূমকেতু
- কালি ও কলম
- কল্লোল
- তত্ত্বাবোধিনী পত্রিকা
135. মিথ্যা ধরার যন্ত্র অাবিষ্কার করেন কে?
- স্টিফেনসন
- জেমস হ্যারিসন
- গ্যালিলিও
- জন এ লারসন
136. সরল সুদের হার শতকরা কতটাকা হলে যে কোনো মুলধন ৮বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
- ১২.৫০টাকা
- ২০টাকা
- ২৫ টাকা
- ১৫ টাকা
137. বাংলাদেশে সারাদেশব্যপী ইপিঅাই চালু করে –
- ১৯৭৪ সালে
- ১৯৭৯ সালে
- ১৯৮৫ সালে
- ১৯৯২ সালে
138. বাংলাদেশ কবে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে?
- 2010
- 2011
- 2012
- 2013
139. চিনির মূল্য ২৫%বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
- ২২%
- ২৫%
- ২০%
- ৩০%
140. কোন বানানটি শুদ্ধ?
- মুমুর্ষু
- মুমূর্ষু
- মূমুর্ষু
- মূমূর্ষূ
141. অনিল শব্দের অর্থ কি?
- যা নীল নয়
- কোকিল
- কারো নাম
- বাতাস
142. We talked of them.Make it passive.
- They were talked of by us.
- They was talked of by us.
- They were talked of us.
- They were talked by us.
143. কমনওয়েলথ থেকে সর্বশেষ কোন দেশ ত্যাগ করে?
- জিম্বাবুয়ে
- আয়ারল্যান্ড
- গ্যাবন
- মালদ্বীপ
144. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে?
- 10
- 12
- 18
- 22
145. (x+5)(x+13)-9
- (x+14)(x+4)
- (x+14)(x-4)
- (x-14)(x-4)
- (x+14)(x-4)
146. Permutation শব্দটির বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে?
- 349
- 249
- 359
- 459
147. ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী?
- শতধা
- অনুধা
- উপধা
- ব্যবধা
148. Which one is incorrect??
- Our travel to England was pleasant.
- Our journey to England was pleasant.
- Luba loves travel.
- Zikra has written a book about his travels.
149. খোদা আপনার মঙ্গল করুন কী অর্থে ব্যবহার করা হয়েছে?
- উপকার
- বিধান
- প্রার্থনা
- ইচ্ছা
150. কোন দুটি ধর্মের সংমিশ্রণে নাথ ধর্মের উৎপত্তি?
- ব্রাহ্ম ও বৌদ্ধ
- হিন্দু ও বৌদ্ধ
- বৌদ্ধ ও শৈব
- হিন্দু ও শৈব
151. নার্গিস ঘূর্ণিঝড়টি ২০০৮ সালের কত তারিখে আঘাত হানে?
- ২ মে
- ৫ জুন
- ৮ ডিসেম্বর
- ১১ জুলাই
152. মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী কে?
- নীল আমসট্রং
- ইউরি গ্যাগারিন
- ডেনিস টিটো
- মাইকেল কলিন্স
153. Choose the correct one_
- Mispel
- Misspell
- Mispell
- Misspel
154. That grocer has plenty of______.
- clients
- customers
- both
- none of them
155. Away means?
- a way
- by way
- on way
- go way
156. বিনয়কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম-
- বনফুল
- যাযাবর
- অবধূত
- বীরবল
157. নিচের কোনটি বৃহস্পতি গ্রহের উপগ্রহ?
- হুয়া
- টেথিস
- মিরিন্ডা
- লো
158. বর্তমানে ক্রিকেটে ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারেন?
- 9
- 10
- 11
- 12
159. ভিটামিন অাবিষ্কার করেন কে?
- ফ্রেডরিক বেন্টিক
- ফ্রেডরিক হপকিন্স
- এডওয়ার্ড জেনার
- জোনাস স্যাক
160. x4 কে x9 দ্বারা গুন করলে গুনফল কত হয়?
- x^36
- x^5
- x^13
- 2x^36
161. ইরানে ইসলামী বিপ্লবের ফলে মধ্যপ্রাচ্যে কোন সংস্থার জন্ম হয়?
- OIC
- GCC
- LEAGUE OF ARAB STATES
- সবগুলো
162. বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে?
- বিহারীলাল চক্রবর্তী
- দৌলত কাজী
- চণ্ডীদাস
- মাইকেল মধুসূদন দত্ত
163. আফগানিস্তান,পাকিস্তান ও ইরানের মধ্যে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চলকে কি বলে?
- গোল্ডেন ট্রায়াঙ্গাল
- গোল্ডেন ক্রিসেন্ট
- গোল্ডেন ওয়েজ
- গোল্ডেন আন্ডার গ্রাউন্ড
164. তারা মিটমিট করে কেন?
- প্রতিফলন
- প্রতিসরণ
- বিক্ষেপণ
- কোনটি নয়
165. একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট বেশি হবে?
- টেনে নেওয়া ব্যক্তির
- ঠেলে নেওয়া ব্যক্তির
- দু’জনের সমান কষ্ট হবে
- কোনোটিই নয়
166. নিন্মের কোন সংস্থাটির সদর দপ্তর নেই?
- NAM
- G-77
- G-7
- সবগুলো
167. Honorary শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
- মাননীয়
- মানবতাবাদ
- অবৈতনিক
- মানবাধিকার
168. “কেসি এন এ” কোন দেশের সরকারি সংবাদ সংস্থা?
- উত্তর কোরিয়া
- দক্ষিণ কোরিয়া
- জাপান
- চীন
169. Which one is incorrect?
- I don’t like these kind of games.
- I don’t like this kind of game.
- I don’t like games of this kind.
- none of them
170. সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত কি?
- সুশাসন
- মুল্যবোধ
- সাম্য
- সুশীল সমাজ
171. ধারার পরবর্তী অক্ষর কি হবে? খ,ছ,ঠ,—
- ঙ
- ঞ
- প
- থ
172. সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?
- পঞ্চম
- চতুর্থ
- তৃতীয়
- দ্বাদশ
173. মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়- পঙক্তিটি কোন লেখকের?
- শরৎচন্দ্র
- মধুসূদন
- প্যারীচাঁদ মিত্র
- শওকত আলী
174. ছায়াপথ কোন অাকাশে দেখা যায়-
- উত্তর -দক্ষিণ
- পূর্ব-পশ্চিম
- উত্তরে
- দক্ষিণে
175. কোন বাক্যটি শুদ্ধ?
- মেরিনা ভীষণ মেধাবী
- মেরিনা মারাত্মক মেধাবী
- মেরিনা অত্যন্ত মেধাবী
- মেরিনা ভয়ানক মেধাবী
176. “প্রতিদিন ঘরহীন ঘরে”- কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- আহসান হাবীব
- মহাদেব সাহা
- আলাউদ্দিন আল আজাদ
- শামসুর রহমান
177. Choose the correct option.
- I order for tea.
- He recommended for me to headmaster.
- both
- none
178. A Modest proposal” is a famous work by…..
- John Dryden
- William Congreve
- John Bunyan
- Jonathan Swift
179. Luba’s fame has spread far and near. Here “far and near” is_____
- adjective
- adverb
- noun
- verb
180. সবচেয়ে নরম খনিজ কোনটি?
- টেলক
- গ্রাফাইট
- কার্বন
- এসবেস্টস
181. ভূ-পৃষ্ঠের সর্বত্র রাত্রি সমান থাকে কোন তারিখে?
- ২৩ জুন
- ১ জুলাই
- ২৩ সেপ্টেম্বর
- ২১ জুন
182. বাংলা ভাষায় মৌলিক ধাতুকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?
- 3
- 4
- 5
- 6
183. “শেষ রাত্রির তারা” ছোটগল্পের লেখক-
- আবু সায়ীদ
- বুদ্ধদেব বসু
- আবু জাফর শামসুদ্দীন
- শাহেদ আলী
184. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
- টি এসসি মোড়ে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- রেসকোর্স ময়দানে
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
185. জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরি কত তম স্পিকার?
- 12
- 13
- 14
- 15
186. who wrote”the False Alarms” & Preface to Shakespeare.
- James Thomson
- Samuel Johnson
- Oliver Goldsmith
- William Blake
187. ২০১৬ অর্থ বছরে জিডিপিতে শিল্পঘাতের অবদান কত?
- ৩৩.৪৯%
- ৫২.৭৩%
- ৩২.৫৮%
- ১৪.৭৯%
188. সুশাসন ব্যাবস্হার বিপরীত শাসনব্যাস্হার নাম কি?
- অসাশন
- অপসাশন
- একীভূতশাসন
- কোন টি নয়
189. “নিউ ডেপেলপমেন্ট ব্যাংক” এর সদর দপ্তর কোথায়?
- বেইজিং
- সাংহাই
- টকিও
- নয়া দিল্লী
190. কতজন শব্দসৈনিক মুক্তিযোদ্ধা স্বীকৃতি পান?
- ২৪০ জন
- ২৪৫ জন
- ২৫০ জন
- ২৫৩ জন
191. Toot one’s own horn means?
- Boast
- Concern
- sorry
- none of them
192. দুইশত ছেষট্রি দিনে স্বাধীনতা- বইটির লেখক কে?
- শওকত ওসমান
- সৈয়দ শামসুল হক
- মুনীর চৌধুরী
- নূরুল কাদির
193. নিচের কোন দুটি দেশে সুশাসন প্রতিষ্ঠিত?
- কানাডা, নরওয়ে
- ব্রাজিল, ইসরায়েল
- উ.কোরিয়া, ফিজি
- মিশর, লিবিয়া
194. 1+3+5+…….+(2n-1)ধারাটির যোগফল হবে____
- 12
- n^2
- m^2
- 65
195. Which one is correct sentence?
- The scenery is of a beautiful lake.
- The scenery are of a beautiful lake.
- The scene is of a beautiful lake.
- The scene in Bangladesh is beautiful.
196. “ফোর্স সেভেনটিন” কোন দেশের গেরিলা সংগঠন?
- ফিলিপাইন
- লেবানন
- সিয়েরালিওন
- প্যালেস্টাইন
197. পৃথিবী ও তার নিকটস্হ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে-
- গতি
- বেগ
- মহাকর্ষ
- অভিকর





No comments:
Write Comments