বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, সর্বোচ্চ ও সর্বনিম্ন
১. বাংলাদেশের বৃহত্তম বাঁধ- কাপ্তাই বাঁধ।
২. বাংলাদেশের বৃহত্তম বিল- চলন বিল।
৩. বাংলাদেশের বৃহত্তম চিনির কল-কেরু এন্ড কোং, দর্শনা, কুষ্টিয়া।
৪. বাংলাদেশের বৃহত্তম পাটকল-আদমজী জুট মিল (নারায়ণগঞ্জ)।
৫. বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন-কমলাপুর (ঢাকা)।
৬. বাংলাদেশের বৃহত্তম রেল জংশন-ঈশ্বরদী রেলওয়ে জংশন।
৭. বাংলাদেশের বৃহত্তম মসজিদ-বায়তুল মোকাররম জাতীয় মসজিদ (ঢাকা)।
৮. বাংলাদেশের বৃহত্তম বিমান বন্দর-শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর (ঢাকা)।
৯. বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি-সুন্দরবন।
১০. বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার-সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার (ঢাকা)।
১১. বাংলাদেশের বৃহত্তম উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান (ঢাকা)।
১২. বাংলাদেশের বৃহত্তম পার্ক রমনা পার্ক।
১৩. আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা বাঘাইছড়ি (১৯৮১ ব.কিমি)।
১৪. জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা বেগমগঞ্জ, নোয়াখালী।
১৫. বাংলাদেশের ক্ষুদ্রতম থানা সূত্রাপুর ও কোতোয়ালি, ঢাকা (২.৫৯ ব. কিমি)।
১৬. বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি (৬১১৬ব.কিমি)।
১৭. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা মেহেরপুর (৭১৬ ব.কিমি)।
১৮. বাংলাদেশের বৃহত্তম বিভাগ চট্টগ্রাম ।
১৯. বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ সিলেট (১২,৫৯৬ ব. কিমি)।
২০. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা (৩৮৬ ব. কিমি)।
২১. বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
২২. বাংলাদেশের বৃহত্তম কাগজের কল কর্ণফুলী পেপার মিল (চন্দ্রঘোনা, রাঙ্গামাটি)।
২৩. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা শাহজালাল সার কারখানা (ফেঞ্চুগঞ্জ)।
২৪. বাংলাদেশের বৃহত্তম জাদুঘর ঢাকা জাতীয় জাদুঘর।
২৫. বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা, ঢাকা।
২৬. বাংলাদেশের বৃহত্তম চক্ষু হাসপাতাল চক্ষু হাসপাতাল (চট্টগ্রাম)।
২৭. বাংলাদেশের বৃহত্তম হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
২৮. বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
২৯. বাংলাদেশের বৃহত্তম ব্যাংক বাংলাদেশ ব্যাংক।
৩০. বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল মনিহার (যশোর)।
৩১. বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ বাংলার দূত
৩২. বাংলাদেশের বৃহত্তম শহর ঢাকা
৩৩. বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর
৩৪. বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, রাঙ্গামাটি।
৩৫. বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কুষ্টিয়া।
৩৬. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস, ব্রাহ্মণবাড়িয়া
৩৭. বাংলাদেশের বৃহত্তম হোটেল হোটেল সোনারগাঁও, ঢাকা
৩৮. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং (৩১৭২ ফুট )
৩৯. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় গারো পাহাড় (ময়মনসিংহ)
৪০. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ বৈলাম (প্রায় ৬১ মিটার)
৪১. বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা
৪২. বাংলাদেশের প্রশস্ততম নদী যমুনা
৪৩. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি.)
৪৪. বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু বঙ্গবন্ধু যমুনা ব্রীজ (৪.৮ কিমি)
৪৫. বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম)
৪৬. বাংলাদেশের দীর্ঘতম মানুষ পরিমল বর্মন, জিঞ্জিরা, ঢাকা (৮ফুট ৩ ইঞ্চি)
৪৭. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত লালখান, সিলেট (৩৮৭৭ মিমি)
৪৮. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত লালপুর, নাটোর
৪৯. বাংলাদেশের উষ্ণতম স্থান রাজশাহীর লালপুর (৪৫.১ ডিগ্রি)
৫০. বাংলাদেশের শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রি)
বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ সিলেট
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা থানচি , বান্দরবান।
সর্বোচ্চ পাহাড় গারো পাহাড়।
💗আসসালামুআলাইকুম💗
#বিশ্বের_বৃহত্তম সবকিছু নিয়ে ৪০ টি প্রশ্নোত্তর: পর্ব ০১
1) বিশ্বের বৃহত্তম - অভ্যন্তরীণ সাগর
➫ ভূমধ্যসাগর।
2) বিশ্বের বৃহত্তম - মহাদেশ
➫ এশিয়া।
3) বিশ্বের বৃহত্তম - মহাসাগর
➫ প্রশান্ত মহাসাগর।
4) বিশ্বের বৃহত্তম - দেশ (আয়তনে)
➫ রাশিয়া।
5) বিশ্বের বৃহত্তম - দেশ (জনসংখ্যায়)
➫ চীন।
6) বিশ্বের বৃহত্তম - মুসলিম দেশ (জনসংখ্যায়)
➫ ইন্দোনেশিয়া।
7) বিশ্বের বৃহত্তম - মুসলিম দেশ (আয়তনে)
➫ কাজাখস্তান।
8) বিশ্বের বৃহত্তম - ঘণ্টা
➫ মস্কোর ঘণ্টা।
9) বিশ্বের বৃহত্তম - পাখি (ওজনে)
➫ উটপাখি (১৫৫ কেজি)।
10) বিশ্বের বৃহত্তম - ব-দ্বীপ
➫ বাংলাদেশ।
11) বিশ্বের বৃহত্তম - চলচ্চিত্র প্রেক্ষাগৃহ
➫ রক্সি (নিউইর্য়ক)।
12) বিশ্বের বৃহত্তম - সাগর
➫ দক্ষিণ চীন সাগর।
13) বিশ্বের বৃহত্তম - দিন
➫ ২১ জুন (উত্তর গোলার্ধে)।
14) বিশ্বের বৃহত্তম - রাত
➫ ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)।
15) বিশ্বের বৃহত্তম - মরুভূমি
➫ সাহারা।
16) বিশ্বের বৃহত্তম - শহর (আয়তনে)
➫ লন্ডন।
17) বিশ্বের বৃহত্তম - শহর (লোকসংখ্যায)
➫ টোকিও।
18) বিশ্বের বৃহত্তম - বাঁধ (আয়তনে)
➫ তারবেলা (পাকিস্তান)।
19) বিশ্বের বৃহত্তম - বাঁধ (উচ্চতায়)
➫ রগুন (তাজিকিস্তান)।
20) বিশ্বের বৃহত্তম - দ্বীপ
➫ গ্রিনল্যান্ড।
21) বিশ্বের বৃহত্তম - ম্যানগ্রোভ ফরেষ্ট
➫ সুন্দরবন।
22) বিশ্বের বৃহত্তম - মিষ্টি পানির হ্রদ
➫ সুপিরিয়র হ্রদ।
23) বিশ্বের বৃহত্তম - গ্রন্থাগার
➫ লাইব্রেরি অব দি কংগ্রেস (ওযাশিংটন)।
24) বিশ্বের বৃহত্তম - জাদুঘর
➫ ব্রিটিশ মিউজিয়াম।
25) বিশ্বের বৃহত্তম - মসজিদ
➫ শাহ ফয়সাল মসজিদ (পাকিস্তান)।
26) বিশ্বের বৃহত্তম - পর্বতমালা (উচ্চতায়)
➫ হিমালয়।
27) বিশ্বের বৃহত্তম - পর্বতমালা (দৈর্ঘ্যে)
➫ আন্দিজ ।
28) বিশ্বের বৃহত্তম - সামুদ্রিক পাখি
➫ এলবার্ট্রস।
29) বিশ্বের বৃহত্তম - দ্বীপপুঞ্জ
➫ ইন্দোনেশিয়া।
30) বিশ্বের বৃহত্তম - প্রাণী
➫ নীল তিমি।
31) বিশ্বের বৃহত্তম - স্থন্যপায়ী প্রাণী
➫ নীল তিমি।
32) বিশ্বের বৃহত্তম - স্থলজ প্রাণী
➫ হাতি।
33) বিশ্বের বৃহত্তম - প্রাসাদ
➫ ইস্পেরিয়াল প্যালেস (চীন)
34) বিশ্বের বৃহত্তম - উপদ্বীপ
➫ ভারত।
35) বিশ্বের বৃহত্তম - পানি বিদ্যুৎ কেন্দ্র
➫ তুরখানাস্ক (রাশিয়া)।
36) বিশ্বের বৃহত্তম - Disco
➫ Buffalo Convention Center Buffalo, NY।
37) বিশ্বের বৃহত্তম - পার্ক
➫ ইয়েলো ষ্টোন ন্যাশনাল পার্ক (যুক্তরাষ্ট্র)।
38) বিশ্বের বৃহত্তম - গির্জা
➫ সেন্ট পিটারের প্রাসাদ (ভ্যাটিকান)।
39) বিশ্বের বৃহত্তম - গিরিখাত
➫ গ্র্যান্ড ক্যানিয়ন।
40) বিশ্বের বৃহত্তম - হীরক খনি
➫ কিম্বার্লি (দক্ষিণ আফ্রিকা)
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ
শৃঙ্গ – পর্বতমালা – দেশ – বিশেষত্ব
✓গডউহন অস্টিন – কারাকোরাম – পাকিস্তান-চীন – পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
✓ধবলগিরি – নেপাল।
✓ফুজিয়ামা – জাপান – জাপানের সর্বোচ্চ শৃঙ্গ।
✓মাউন্ট ব্ল্যাংক – আল্পস – ইতালি-ফ্রান্স – পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
✓কোসিয়াস্কো – গ্রেড ডিভাইডিং রেঞ্জ – অস্ট্রেলিয়া – অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ।
✓বেন নেভিস – যুক্তরাজ্য – যুক্তরাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ
অ্যাডামস পিক – শ্রীলঙ্কা – হিন্দু, মুসলমান, ও বৌদ্ধদের জন্য পবিত্র তীর্থস্থান।
✓মাউন্ট এভারেস্টের নেপালি নাম সাগরমাতা।
✓ তিব্বতি নাম চেমোলুংমা এবং চীনা নাম কোকোল্যাংমা।
✓প্রথম এভারেস্ট বিজয়ী এডমন্ড হিলারী এবং তেনজিং শেরপা ।
✓ প্রথম এভারেস্টের শৃঙ্গে পা রাখেন এডমন্ড হিলারী ১৯৫৩ সালের ২৯ মে।
✓এভারেস্ট-শৃঙ্গে আরোহণকারী প্রথম মহিলা জুনকো তাবেই।
✓এভারেস্ট বিজয়ী প্রথম আরব মহিলা সুজেন আল হাবিব।
✓এভারেস্ট বিজয়ী প্রথম ভারতীয় অবতার সিং।
✓এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইবরাহীম।
✓ এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার।
✓বাংলাদেশের মোট এভারেস্ট জয়ী ৫ জন।
নাম – সময়
✓মূসা ইব্রাহীম – ২৩ মে ২০১০
✓এমএ মুহিত – ২০১১
✓নিশাত মজুমদার – ১৯ মে ২০১২
✓ওয়াসফিয়া নাজরীন – ২৬ মে ২০১২
✓খালেদ সজল – ২০ মে ২০১৩
✓সাত মহাদেশের সাত সর্বোচ্চ শৃঙ্গ জয়কারী একমাত্র এবং প্রথম বাংলাদেশী নারী ওয়াসফিয়া নাজরীন।





No comments:
Write Comments