১. সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে ?
মালিকের বরাবর
সাংবাদিকের বরাবর
প্রকাশকের বরাবর
সম্পাদকের বরাবর
Correct answer is : সম্পাদকের বরাবর
২. আঞ্চলিক ভাষার অপর নাম কী ?
কথ্যভাষা
উপভাষা
সাধুভাষা
চলিত ভাষা
Correct answer is : উপভাষা
৩. পত্র শব্দটির আভিধানিক ও ব্যবহারিক অর্থ কী ?
যোগাযোগ
বিনিময়
চিহ্ন বা স্মারক
সংযোগ
Correct answer is : চিহ্ন বা স্মারক
৪. নিচের কোন বানানটি শুদ্ধ ?
ক্ষুৎপীড়িত
ক্ষুৎপিড়িত
ক্ষুতপীড়িত
ক্ষুৎপিড়ীত
Correct answer is : ক্ষুৎপীড়িত
৫. সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হবে ?
গ্রহণ করতে হবে
পরিবর্তন করতে হবে
অবিকল লিখতে হবে
বর্জন করতে হবে
Correct answer is : বর্জন করতে হবে
Click here for6th NTRCA Question Solution School Level
৬. বাংলা ভাষা ও সাহ্যিতের প্রাচীন নিদর্শন কোনটি ?
বৈষ্ণবপদাবলী
শ্রীকৃষ্ণকীর্তন
চর্যাপদ
রামায়ণ
Correct answer is : চর্যাপদ
৭. ব্যাসবাক্যের অপর নাম কী ?
বিগ্রহ বাক্য
উত্তরপদ
পূর্বপদ
সমস্ত পদ
Correct answer is : বিগ্রহ বাক্য
৮. যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে ভাতি- এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক ?
দিনের বেলায় আলোর উৎস সূর্য
দিনের বেলায় প্রদীপ জ্বালানো আবশ্যক
দিনের বেলায় প্রদীপ জ্বালানো অপচয়ের নামান্তর
অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক
Correct answer is : অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক
৯. বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয় ?
১ বলার যে সময় লাগে
এক সেকেন্ডে
১ বলার দ্বিগুণ সময়
থামার প্রয়োজন নাই
Correct answer is : ১ বলার দ্বিগুণ সময়
১০. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে ?
বিস্ময়
দাঁড়ি
কমা
হাইফেন
Correct answer is : বিস্ময়
১১. ‘মহাকীর্তি’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
মহতী যে কীর্তি
মহা যে কীর্তি
মহান যে কীর্তি
মহান কীর্তি যার
Correct answer is : মহতী যে কীর্তি
১২. সারাংশের মূল উদ্দেশ্য কী ?
অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
ভাবের অংশ প্রকাশ করা
বাইরের ভাব বিশ্লেষণ করা
অন্যভাবে ফুটিয়ে তোলা
Correct answer is : অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
১৩. নিচের কোনটি তৎসম শব্দ ?
চাঁদ
ভবন
বাল্তি
হরতাল
Correct answer is : ভবন
১৪. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ?
চলতি ভাষা
কথ্যভাষা
লেখ্যভাষা
সাধুভাষা
Correct answer is : সাধুভাষা
১৫. অনিষ্ট করতে গিয়ে ভাল করা কে কী বলে ?
ভিজে বিড়াল
শাপে বর
কপাল ফেরা
অদৃষ্টের পরিহাস
Correct answer is : শাপে বর
১৬. নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
নির্জন
পঞ্চবটী
দেশান্তর
অনুতাপ
Correct answer is : অনুতাপ
১৭. কোন জোড়াটি ভিন্নার্থক ?
বকধার্মিক- বিড়াল তপস্বী
মনিকাঞ্চন যোগ- সোনায় সোহাগা
ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি
অন্ধের যষ্টি- অক্কা পাওয়া
Correct answer is : অন্ধের যষ্টি- অক্কা পাওয়া
১৮. ‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- মূলত কোন বিষয়ে আলোচিত হয় ?
সারমর্ম
প্রবন্ধ
ভাব-সম্প্রসারণ
আবেদনপত্রে
Correct answer is : ভাব-সম্প্রসারণ
১৯. ‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ ?
পঞ্চমী তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
প্রাদি সমাস
বহুব্রীহি সমাস
Correct answer is : উপপদ তৎপুরুষ
২০. নিচের কোনটি সাধুরীতির উদারহরণ ?
তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়েছে
Correct answer is : তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
২১. কোনটি শুদ্ধ বাক্য ?
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
Correct answer is : বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
২২. পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ?
সমানাধিকরণ
প্রত্যয়ান্ত
ব্যাধিকরণ
ব্যতিহার
Correct answer is : সমানাধিকরণ
২৩. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-
আবেদনপত্র
চুক্তিপত্র
মানপত্র
স্মারকলিপি
Correct answer is : আবেদনপত্র
২৪. কোনটি দেশী শব্দ ?
গিন্নি
কৃপণ
টোপর
মাথা
Correct answer is : টোপর
২৫. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-
প্রমথ চৌধুরী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসূদন দত্ত
Correct answer is : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
26. A paragraph must be written in _____ para/paras .
one
two
three
four
Correct answer is : one
27. Which is the verb form of the word ‘ability’ ?
ableness
enable
ably
able
Correct answer is : enable
28. Which is the noun form of the word ‘beautiful’ ?
beauty
beautifulness
beautiness
beautyness
Correct answer is : beauty
29. He ran a race . Here ‘ran’ is a _____ verb .
causative
copulative
cognate
factitive
Correct answer is : cognate
30. Which is the past form of the verb ‘wring’ ?
Wrang
Wrung
Wranged
Wringed
Correct answer is : Wrung
31. Cricket is a very exciting game .(Exclamatory)
How exciting is cricket game !
How an exciting game is cricket !
What an exciting game cricket is !
What an exciting is cricket game !
Correct answer is : What an exciting game cricket is !
32. It is man who is the maker of his own fortune .(Simple)
Man is the maker of his own fortune .
Man make his own fortune .
Men and the makers of his own fortune .
Men make his own fortune .
Correct answer is : Man is the maker of his own fortune.
33. We are proud of our freedom fighters .(Interrogative)
Are we proud of our freedom fighters ?
Are we not proud of our freedom fighters ?
Are not we proud of our freedom fighters ?
Don’t we proud of our freedom fighters ?
Correct answer is : Are we proud of our freedom fighters ?
34. Mango is one of the sweetest fruits in the world .(comparative)
Mango is more sweet than any other fruits in the world .
Mango is sweeter than all other fruits .
Mango is sweeter than most other fruits in the world .
Mango is sweeter than any other fruits in the world .
Correct answer is : Mango is sweeter than most other fruits in the world .
35. If he does not move ,he will die .(compound)
Move and die .
Move or die .
He cannot move and die .
Let him move or he will die .
Correct answer is : Let him move or he will die .
36. Thought he is poor , he is happy .(Simple)
Despite his poverty ,he is happy .
Inspite of his poorness , he is happy .
He is poor but happy .
Inspite of his being poor ,he is unhappy .
Correct answer is : Despite his poverty ,he is happy .
37. He tried all plans .(Negative)
He tried no plan untried .
He tried no plan .
He untried all plans .
He did not try all plans .
Correct answer is : He tried no plan untried .
38. Priyom is only six .(Negative)
Priyom is not six .
Priyom is not more than six .
Priyom is no more six .
Priyom is no less six .
Correct answer is : Priyom is not more than six .
39. The baby is always full of smiling .
শিশুটির মুখে হাসি লেগেই আছে ।
শিশুটি সবসময় হাসছে ।
শিশুটি সবসময় হাসে ।
শিশুটির মুখ হাসিতে ভরা ।
Correct answer is : শিশুটির মুখে হাসি লেগেই আছে ।
40. The tree is in flowers .
গাছটি ফুলে ফুলে ভরা ।
গাছটিতে ফুল ধরেছে ।
গাছটি ফুলে ফুলে ছেয়ে গেছে ।
গাছে ফুলের সমারোহ ।
Correct answer is : গাছটিতে ফুল ধরেছে ।
6th NTRCA Question Solution School Level
41. Patience is bitter but its fruits is sweet .
ধৈর্য্য তেতো হলেও তা মিষ্টি ।
মিষ্টি ফল টক হয় না ।
ধৈর্য্য ধর , মিষ্টি ফল পাবে ।
সবুরে মেওয়া ফলে ।
Correct answer is : সবুরে মেওয়া ফলে ।
42. I cannot stand rich dishes .
আমি গরম থালার পাশে দাঁড়াতে পারি না ।
গুরুপাক খাবার আমার সহ্য হয় না ।
দামি থালার পাশে আমি দাঁড়াতে পারি না ।
গুরুপাক খাবারে আমার আগ্রহ নেই ।
Correct answer is : গুরুপাক খাবার আমার সহ্য হয় না ।
43. I wonder where he may be now .
সে এখন কোথায় আছে তাই ভাবছি ।
আমি অবাক সে কোথায় আছে ।
আমি জানি সে কোথায় আছে ।
আমি জানি সে এখন কোথায় আছে ।
Correct answer is : সে এখন কোথায় আছে তাই ভাবছি ।
44. He asked me to do it .
তিনি আমাকে এটা জিজ্ঞেস করলেন ।
তিনি আমাকে এটা জিজ্ঞেস করেছিলেন ।
তিনি আমাকে এটা করতে বলেছিলেন ।
তিনি আমাকে এটা জিজ্ঞেস করতে বলেছিলেন ।
Correct answer is : তিনি আমাকে এটা করতে বলেছিলেন ।
45. আমি তাকে দিয়ে চিঠিটা লিখালাম ।
I wrote the letter by him .
I had written the letter by him .
I had the letter written by him .
I got the letter being written by him .
Correct answer is : I had the letter written by him .
46. আমি একটা পাখি দেখেছি ।
I am seeing a bird .
I see a bird .
I seeing a bird .
I have been seeing a bird .
Correct answer is : I see a bird .
47. দৃশ্যটি অতি মনোরম ।
How nice the scenery is !
What a charming scenery it is !
The scenery is very charming .
This is a great scenery .
Correct answer is : The scenery is very charming .
48. এক টাকার ভাংতি দাও ।
Give me one take change .
Give me a change for take .
Give me a taka change .
Give me change for a taka .
Correct answer is : Give me one take change .
49. ডাক্তার রোগীটির নাড়ী দেখলেন ।
The doctor saw the pulse of the patient .
The doctor felt the pulse of the patient .
The doctor feels the pulse of the patient .
The doctor has seen the pulse of the patient .
Correct answer is : The doctor felt the pulse of the patient .
50. এই ঘরটি ভাড়া দেয়া হবে ।
This house is to let .
The house is for sale .
This house will be sold .
Rent the house .
Correct answer is : This house is to let .
6th NTRCA Question Solution School Level
51. একটি কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে, এর হেলানো উচ্চতা কত ?
6 সেমি
8 সেমি
10 সেমি
13সেমি
Correct answer is : 13সেমি
52. একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে, ঘনকটির আয়তন কত ?
64 ঘন সেমি
126 ঘন সেমি
216 ঘন সেমি
316 ঘন সেমি
Correct answer is : 216 ঘন সেমি
53. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ । এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে, পরিসীমা কত ?
96 মিটার
112 মিটার
15 মিটার
20 মিটার
Correct answer is : 96 মিটার
54. কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত ?
sin90 ডিগ্রী
cos90 ডিগ্রী
sec0 ডিগ্রী
cosec0 ডিগ্রী
Correct answer is : cosec0 ডিগ্রী
55. নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব ?
3, 5, 8
3, 4, 5
3, 5, 6
3, 6, 9
Correct answer is : 3, 4, 5
56. একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত ?
60 ডিগ্রী
120 ডিগ্রী
180 ডিগ্রী
270 ডিগ্রী
Correct answer is : 120 ডিগ্রী
57. বৃত্তস্থ সামান্তরিক একটি____
রম্বস
আয়তক্ষেত্র
ট্রাপিজিয়াম
বর্গক্ষেত্র
Correct answer is : আয়তক্ষেত্র
58. p টাকায় p% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা p টাকা হলে, p এর মান কত ?
15
20
25
50
Correct answer is : 25
59. ৪৫০ এর ২২% = কত ?
৬৬
৭৭
৮৮
৯৯
Correct answer is : ৯৯
60. ইতিহাস – বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
ইতালি
স্পেন
তুরস্ক
গ্রিস
Correct answer is : তুরস্ক
6th NTRCA Question Solution School Level
61. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ?
খনিজ তৈল
খরস্রোতা নদী
প্রাকৃতিক গ্যাস
উপরের সবগুলো
Correct answer is : প্রাকৃতিক গ্যাস
62. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ?
হাতিয়া
সন্দ্বীপ
ভোলা
সেন্টমার্টিন
Correct answer is : ভোলা
63. বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৬ সালে
Correct answer is : ১৯৭৪ সালে
64. কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ?
সিপিইউ (CPU)
মনিটর
কীবোর্ড
মাউস
Correct answer is : সিপিইউ (CPU)
65. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি ?
জন হাওয়ার্ড
কেভিন বার্ড
ম্যালকম টার্নবুল
কেভিন হ্যারিসন
Correct answer is : ম্যালকম টার্নবুল
66. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ?
১০ টি
১২ টি
০৯ টি
১১ টি
Correct answer is : ১১ টি
67. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
হামিদুর রহমান
মৃনাল হক
সৈয়দ মাইনুল হোসেন
শামীম সিকদার
Correct answer is : সৈয়দ মাইনুল হোসেন
68. প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ?
ড. নিলীমা ইব্রাহীম
ড. সুফিয়া কামাল
ড. শায়লা সুলতানা
ড. তাহমিনা খানম
Correct answer is : ড. সুফিয়া কামাল
69. বিশ্ব শিক্ষক দিবস কোনটি ?
৪ অক্টোবর
৫ অক্টোবর
৪ এপ্রিল
৫ এপ্রিল
Correct answer is : ৫ অক্টোবর
70. বাংলাদেশের ‘কৃষি দিবস’ ____
পহেলা কার্তিক
পহেলা অগ্রহায়ণ
পহেলা পৌষ
পহেলা আষাঢ়
Correct answer is : পহেলা অগ্রহায়ণ
6th NTRCA Question Solution School Level
71. মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় ____
১৬ বছরে
১৮ বছরে
২৪ বছরে
৩০ বছরে
Correct answer is : ১৮ বছরে
72. UNESCO –র সদর দপ্তর কোথায় অবস্থিত ?
লন্ডনে
জেনেভায়
নিউইয়র্কে
প্যারিসে
Correct answer is : প্যারিসে
73. সিডর শব্দের অর্থ কী ?
চোখ
বন্যা
ঝড়
সমুদ্র
Correct answer is : চোখ
74. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ?
রুয়ান্ডা
ইরিত্রিয়া
সিয়েরা লিওন
লাইবেরিয়া
Correct answer is : সিয়েরা লিওন
75. কোন দেশের সংবিধান অলিখিত ?
ফ্রান্স
ইতালি
ব্রিটেন
আমেরিকা
Correct answer is : ব্রিটেন
76. ২০১০ সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হজ্ব ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে ?
৯ – ১০ – ১০
৮ – ১০ – ১০
৭ – ১০ – ১০
৬ – ১০ – ১০
Correct answer is : ৮ – ১০ – ১০
77. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ?
১৬১০ সালে
১৫১০ সালে
১৭১০ সালে
১৮১০ সালে
Correct answer is : ১৬১০ সালে
78. OIC -এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ?
বাংলাদেশ
তুরস্ক
মালয়েশিয়া
সৌদি আরব
Correct answer is : সৌদি আরব
79. ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
জাকার্তায়
ম্যানিলায়
ইন্দোনেশিয়ায়
শ্রীলঙ্কায়
Correct answer is : ম্যানিলায়
80. তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত ?
কুমিল্লা
রংপুর
সিলেট
যশোর
Correct answer is : কুমিল্লা
6th NTRCA Question Solution School Level
81. প্রাচীন ‘চন্দদ্বীপ’ এর বর্তমান নাম কি ?
নোয়াখালী
বগুড়া
খুলনা
বরিশাল
Correct answer is : বরিশাল
82. গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?
উওর আফ্রিকা
এশিয়া
চীন
দক্ষিণ আফ্রিকা
Correct answer is : চীন
83. পল্লী উন্নয়ন একাডেমী (RDA) কোথায় অবস্থিত ?
কুমিল্লা
বগুড়া
যশোর
রাজশাহী
Correct answer is : বগুড়া
84. নেদারল্যান্ডের মুদ্রার নাম-
কিয়াট
ইউরো
রিংগিট
ক্রোনা





No comments:
Write Comments