⬛⬛ জাতীয় বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, নোবেল পুরস্কার ও কিছু আপডেট তথ্য একত্রে দিলাম।
সকলেই এই পোস্টের কমেন্টে নিজেদের জানাশোনা আপডেট তথ্য দিতে পারেন, পরে একত্রে আবার আপলোড করে দেবো সকলের সুবিধার জন্য। ধন্যবাদ সবাইকে। 🙂🔴 'জাতীয় বাজেট ২০২০-২০২১'–
✔ বাজেট ঘোষণা– ১১ জুন ২০২০।
✔ বাজেট পাশ– ৩০ জুন ২০২০।
✔ বাজেট কার্যকর– ১ জুলাই ২০২০।
✔ বাজেট– ৪৯তম (একটি অন্তর্বর্তী কালীন বাজেটসহ ৫০তম )।
✔ ঘোষক– অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল (অর্থমন্ত্রী হিসেবে তার ২য় বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ২০তম বাজেট)।
✔ বাজেটের স্লোগানঃ 'অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা'।
✔ মোট বাজেট– ৫,৬৮,০০০ কোটি টাকা।
✔ ঘাটতি বাজেট– ১,৮৯,৯৯৭ কোটি টাকা।
✔ মোট আয়– ৩,৮২,০১৬ কোটি টাকা।
✔ উন্নয়ন বাজেট– ২,১১,৬৮৩ কোটি টাকা।
✔ জিডিপি প্রবৃদ্ধি– ৮.২%।
✔ মুদ্রাস্ফীতি– ৫.৪%।
✔ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ– ২,০৫,১৪৫ কোটি টাকা।
✔ সাধারণ করমুক্ত আয়সীমা– ৩ লাখ টাকা।
✔ নারী ও ৬৫ উর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা– ৩.৫০ লাখ টাকা।
✔ প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয়সীমা– ৪ লাখ টাকা।
✔ মুক্তিযুদ্ধাদের করমুক্ত আয়সীমা– ৪.২৫ লাখ টাকা।
✔ করোনা প্রনোদনা প্যাকেজ– ১,০৩,১১৭ কোটি টাকা।
✔ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের কর অব্যাহতি সীমা– ৩৬ লাখ টাকা।
✔ সর্বমোট রাজস্ব প্রাপ্তি– ৩,৭৭,৮১০ কোটি টাকা।
✔ জনপ্রশাসন খাতে বরাদ্দ (সর্বোচ্চ)– ১,১৩,১৬০ কোটি টাকা (যা মোট বাজেটের ১৯.৯%)।
✔ শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ– ৮৫,৭৬২ কোটি টাকা (যা মোট বাজেটের ১৫.১%)।
✔ পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ– ৬৪,৫৮০ কোটি টাকা (যা মোট বাজেটের ১১.৪%)।
✔ স্বাস্থ্য খাতে বরাদ্দ– ২৯,২৪৭ কোটি টাকা (যা মোট বাজেটের ৫.১%)।
✔ বাজেটে সরকারের চলমান ৭ টি মেগা প্রকল্পে বরাদ্দের পরিমাণ–
➤ পদ্মা সেতু = ৫০০০ কোটি টাকা।
➤ পদ্মা সেতুর রেল সংযোগ = ৩৮৩৪ কোটি টাকা।
➤ মেট্রোরেল = ৪৩৭০ কোটি টাকা।
➤ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র = ১৫,৬৯১ কোটি টাকা।
➤ পায়রা গভীর সমুদ্র বন্দর = ৩৫০ কোটি টাকা।
➤ মহেশখালী মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র = ৩৩৭০ কোটি টাকা।
➤ দোহাজারি রামু-কক্সবাজার রেললাইন = ১৫০০ কোটি টাকা।।👍
🔴 'বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০'–
✔ মোট জনসংখ্যা- ১৬৬.৫ মিলিয়ন।
✔ জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%।
✔ জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটারে)- ১,১২৫ জন।
✔ পুরুষ-নারীর অনুপাত- ১০০.২:১০০।
✔ স্থূল জন্মহার (প্রতি ১০০০ জনে)- ১৮.১%।
✔ স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০ জনে)- ৪.৯%।
✔ শিশু মৃত্যুর হার (প্রতি ১০০০ জনে জীবীত জন্মে)- ২১ জন।
✔ গর্ভ নিরোধক ব্যবহারের হার- ৬৩.৪%।
✔ প্রত্যাশিত গড় আয়ুষ্কাল - ৭২.৬ বছর (পুরুষ- ৭১.১ বছর, মহিলা- ৭৪.২ বছর)।
✔ ডাক্তার ও জনসংখ্যার অনুপাত- ১:১৭২৪।
✔ সুপেয় পানি গ্রহণকারী- ৯৮.১%।
✔ স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারকারি- ৮১.৫%।
✔ সাক্ষরতার হার (৭ বছর+)- ৭৪.৪% (পুরুষ- ৭৬.৫%, মহিলা- ৭২.৩%)।
✔ দারিদ্র্যের হার- ২০.৫%।
✔ চরম দারিদ্র্যের হার- ১০.৫%।
✔ মাথাপিছু জাতীয় আয়- ২০৬৪ মার্কিন ডলার (১,৭৪,৮৮৮ টাকা)।
✔ মাথাপিছু জিডিপি- ১৯৭০ মার্কিন ডলার (১,৬৬,৮৮৮ টাকা)।
✔ মোট জিডিপি- ২৭,৯৬,৩৭৮ কোটি টাকা।
✔ জিডিপির প্রবৃদ্ধির হার- ৫.২৪%।
✔ মূল্যস্ফীতি- ৫.৬৫%।
✔ মোট দেশজ সঞ্চয়- ২৫.৩১%।
✔ জাতীয় সঞ্চয়- ৩০.১১%।
✔ মোট বিনিয়োগ- ৩১.৭৫%।
✔ মোট রপ্তানি আয়- ৩২,৮৩০ মিলিয়ন মার্কিন ডলার।
✔ আমদানি ব্যয়- ৫০,৬৯১ মিলিয়ন মার্কিন ডলার।
✔ বৈদেশিক মূদ্রার মজুদ (৩০ জুন ২০২০)- ৩৬,০৩৭ মিলিয়ন মার্কিন ডলার।
প্রবাসীদের প্রেরিত অর্থ- ১৮,২০৫ মিলিয়ন মার্কিন ডলার।
✔ মোট শ্রমশক্তি- ৬.৩৫ কোটি।
✔ মোট শ্রমশক্তির শতকরা হার–
◑ কৃষি- ৪০.৬%।
◑ শিল্প- ২০.৪%।
◑ সেবা- ৩৯%।
✔ জিডিপিতে অবদান–
◑কৃষি- ১৩.৩৫%।
◑ শিল্প- ৩৫.৩৬%।
◑ সেবা- ৫১.৩০%।
✔ মোট সড়ক- ২২,০৯৬ কিলোমিটার।
✔ জাতীয় মহাসড়ক- ৩,৯০৬ কিলোমিটার।
✔ রেলপথ- ২,৯৫৬ কিলোমিটার।
✔ মোট ব্যাংক- ৬০টি।
✔ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যক ব্যাংক- ৬টি।
✔ বিশেষায়িত ব্যাংক- ৩টি।
✔ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক- ৪২টি।
✔ বৈদেশিক ব্যাংক- ৯টি।
✔ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান- ৩৪টি।।👍
🔴 নোবেল পুরস্কার ২০২০ (Nobel Prize 2020):
🚩 চিকিৎসায় নোবেল পুরস্কার–
1️⃣ হার্ভে জে আল্টার (যুক্তরাষ্ট্র) [১/৩ অংশ]।
2️⃣ চার্লস এম রাইস (যুক্তরাষ্ট্র) [১/৩ অংশ]]।
3️⃣ মাইকেল হাউটন (যুক্তরাজ্য) [১/৩ অংশ]।
▪️৫ অক্টোবর (দ্য নোবেল অ্যাসেমব্লি অ্যাট কারোলিনস্কা ইনস্টিটিউট)।
▪️হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার, রক্ত পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কারের জন্য।
▪️২০১৯ সালে চিকিৎসায় নোবেল পান- উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।
🚩 পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার–
1⃣ রজার পেনরোজ (যুক্তরাজ্যে) [১/২ অংশ]।
2⃣ রেইনহার্ড গেনজেল (জার্মানি) [১/৪ অংশ]।
3⃣ আন্দ্রেয়া ঘেজ (যুক্তরাষ্ট্র) [১/৪ অংশ]।
▪️৬ অক্টোবর (দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস)।
▪️মহাবিশ্বের অন্যতম বিস্ময় কৃষ্ণগহ্বর (ব্ল্যাকহোল) গঠনে সাধারণ আপেক্ষিকতার ভূমিকা নিয়ে গবেষণার জন্য।
▪️২০১৯ সালে পদার্থে নোবেল পান- জেমস পিবলস, মাইকেল মেয়র ও দিদিয়ের কুয়েলজ।
🚩 রসায়নে নোবেল পুরস্কার–
1⃣ এমানুয়েলে কার্পেন্তিয়ের (ফ্রান্স) [১/২ অংশ]।
2⃣ জেনিফার এ. দোদনা (যুক্তরাষ্ট্র) [১/২ অংশ]।
▪️৭ অক্টোবর (দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস)।
▪️জিনোম এডিটিং বা জিনোম ইঞ্জিনিয়ারিংয়ের একটি পদ্ধতি বিকাশে অবদানের জন্য।
▪️নোবেল পুরষ্কারের ইতিহাসে ২০২০ সালে এই প্রথম দুই নারীকে যৌথভাবে রসায়নে নোবেল দেওয়া হলো।
▪️২০১৯ সালে রসায়নে নোবেল পান- জন বি গুডনাফ, এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়োশিনো।
🚩 সাহিত্যে নোবেল পুরস্কার–
1️⃣ লুইস গ্লুক (যুক্তরাষ্ট্র)।
▪️৮ অক্টোবর (দ্য রয়্যাল সুইডিশ একাডেমি)।
▪️সরল ও সৌন্দর্যময় ভ্রান্তিহীন কাব্যিক কন্ঠস্বরের জন্য।
▪️২০১৯ সালে সাহিত্যে নোবেল পান- অস্ট্রিয়ান লেখক 'পিটার হান্দক'।
▪️২০১৮ সালে সাহিত্যে নোবেল পান- পোলিশ লেখক 'ওলগা তোকারজুক'।
🚩 শান্তিতে নোবেল পুরস্কার–
1️⃣ জাতিসংঘের অঙ্গ সংস্থা 'বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)' বা 'World Food Programme (WFP)'।
▪️৯ অক্টোবর (দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি)।
▪️সংঘাত ও যুদ্ধকবলিত এলাকাগুলোতে ক্ষুধা নিরসনে অবদান রাখার জন্য।
▪️সংগঠন ও সংস্থার মধ্যে সর্বোচ্চ তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক 'রেডক্রস' (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে)।
▪️২০১৯ সালের শান্তিতে নোবেল পান- ইথিওপিয়ার প্রধানমন্ত্রী 'আবি আহমেদ'।
🚩 অর্থনীতিতে নোবেল পুরস্কার–
1️⃣ পল আর মিলগ্রোম (যুক্তরাষ্ট্র) [১/২ অংশ]।
2️⃣ রবার্ট বি উইলসন (যুক্তরাষ্ট্র) [১/২ অংশ]।
▪️১২ অক্টোবর (দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস)।
▪️নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য।
▪️২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পান- অভিজিৎ ব্যানার্জি, এস্থার ডাফলো ও মাইকেল ক্রেমার।
⊕ এবারের নোবেল পুরস্কারের মূল্যমান ১ কোটি সুইডিশ ক্রোনার (১১ লাখ মার্কিন ডলার)।
⊕ প্রতিবছর ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার হস্তান্তর করা হয়। এ বছর করোনাভাইরাস মহামারির কারণে অনুষ্ঠান বাতিল করেছে কর্তৃপক্ষ।।👍
🔴 কিছু আপডেট তথ্য–
▪️‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’ নামের প্লাটফর্মের যৌথভাবে কো-চেয়ার মনোনীত হয়েছেন 'বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা' ও 'বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোত্তেলি'।
▪️করোনাকালে ব্যাংকিং ও অর্থনীতি সেক্টরে বিশেষ অবদান রাখায় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মাননা ব্রিটিশ এম্পেয়ার মেডেল (বিইম) খেতাব পেলেন বাংলাদেশের মেয়ে 'নীলিমা রহমান'।
▪️স্কটিশ লেখক ডগলাস স্টুয়ার্ট (Douglas Stuart) তার প্রথম উপন্যাস "শুগি বাইন (Shuggie Bain)" এর জন্য ম্যান বুকার পুরস্কার-২০২০ জিতেছেন।
▪️ ২০২০ সালে ‘বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে (জিএইচআই)’ ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান– ৭৫তম।
▪️মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় রোবোটিক্স প্রতিযোগিতা ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জে’ ১৭৪টি দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে- 'বাংলাদেশ'।
▪️বিশ্বের প্রথম 'বায়োনিক চোখ (Bionic Eye)' তৈরি করেছেন– অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
▪️ডাকসেবায় ১১ ধাপ পিছিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান– ১২৮তম (ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) সমন্বিত উন্নয়ন সূচকের বার্ষিক র্যাংকিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে)।
▪️২০২০ সালে বিশ্বের ৩য় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে– ৩.৮% (১ম- গায়ানা, ২য়- দক্ষিন সুদান) [আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর পূর্বাভাস]।
▪️বাংলাদেশে তৃতীয় লিঙ্গ বা হিজড়া জনগোষ্ঠীর জন্য ঢাকার কামরাঙ্গীর চরের লোহার ব্রিজ এলাকায় নির্মিত হয়েছে দেশের প্রথম মাদ্রাসা– 'দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা' (৬ নভেম্বর ২০২০ চালু হয়)।
▪️ময়মনসিংহের ব্রহ্মপুত্রের তীরে গৌরীপুর উপজেলার সুতিয়াখালিতে তৈরি করা হয়েছে 'দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প' (৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ)।
▪️বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট 'আবু মোহাম্মদ (এএম) আমিনউদ্দিন'।
▪️'সৌরবিদ্যুৎ খাতের কর্মসংস্থানে' বিশ্বে বাংলাদেশের অবস্থান– '৫ম' (১৬১টি দেশের মধ্যে) [আইরিনা এর বার্ষিক প্রতিবেদনের তথ্য]।
▪️সমুদ্রের উপর তৈরি 'বিশ্বের বৃহৎ ভিলা/রিসোর্ট' হল– মালদ্বীপের ‘সোনেভা ফুশি’ (২৫ সেপ্টেম্বর উদ্বোধন হয়েছে)।
▪️সৌদি আরবের ইতিহাসে 'প্রথম বিরোধী দল' হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে– 'ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি'।।👍
🔴 বিভিন্ন একক–
☞ 1 Bit = Binary Digit.
☞ 2 Nibble = 1 Byte.
☞ 4 Bits = 1 Nibble.
☞ 8 Bits = 1 Byte.
☞ 1024 Bytes = 1 Kilobyte.
☞ 1024 Kilobytes = 1 Megabyte.
☞ 1024 Megabytes = 1 Gigabyte.
☞ 1024 Gigabytes = 1 Terabyte.
☞ 1024 Terabytes = 1 Petabyte.
☞ 1024 Petabytes = 1 Exabyte.
☞ 1024 Exabytes = 1 Zettabyte.
☞ 1024 Zettabytes = 1 Yottabyte.
☞ 1024 Yottabytes = 1 Brontobyte.
☞ 1024 Brontobytes = 1 Geopbyte..👍
#Engr_Sohag




No comments:
Write Comments