#স্বপ্নের_BCS :-
(৪৩ তম বিসিএস এর সার্কুলার (৪২ বিশেষ, ৪৩ সাধারণ) ২০২০ এ-র মধ্যেই হতে পারে।
পদ সংখ্যা -১৮১৪ ( চাহিদা )
জনপ্রশাসন ও পিএসসি সূত্র জানায়, আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসিতে ৪৩তম সাধারণ বিসিএসের চাহিদা পাঠিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মোট ১ হাজার ৮১৪ পদের চাহিদা পাঠিয়েছে। এতে শিক্ষায় নেওয়া হবে সবচেয়ে বেশি। এখানে পদসংখ্যা ৮৪৩টি। এ ছাড়া প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
#কৃতজ্ঞতা :
এই গ্রুপ আমাকে দিন দিন ঋণী করে তুলেছে! গ্রুপে একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাই, পরামর্শ কিংবা টিপস দেয়ার মতো দৃষ্টতা আমার মতো নগন্য মানুষের সেই দু:সাহস নেই৷ কাছের অনেক ছোট ভাই বোন যখন বলে 'কিভাবে পড়াশোনা করবো ' বলে লজ্জায় ফেলে দেয়, তাদের জন্য একটু অভিজ্ঞতা শেয়ার করছি! যদি কাজে লাগে ধন্য হবো!
শাকিল আল-আমিন ৩৬তম শিক্ষা ক্যাডারে কর্মরত।
@ " I have a Dream "
- M Luther King.
@ আগে স্বপ্ন ঠিক করুন আপনি কি হতে চান! বিসিএস ক্যাডার না অন্যকিছু! ভাইরে দুই নৌকায় পা দিলে আপনি নিমজ্জিত হবেন!
@আমরা সবাই প্রচুর পড়াশোনা করি কিন্তু সেটা কতটুকু মাথায় রাখতে পারি? এটাই বড় সমস্যা! তাদের উদ্যেশ্য বলি গুছিয়ে পড়ুন, প্রয়োজনে নোট করুন (ভয় পেলেন?) সমাধান দিচ্ছি,,,
ধরুন আপনি জব সলিউশন পড়ছেন! একে তিন ভাগ করুন..
১।এমন কিছু প্রশ্ন আছে যা আগামী ৩ বছর না পড়লেও পারবেন! এদের সেখানে থাকতে দিন!
২। এমন কিছু প্রশ্ন আছে যা পরীক্ষার হলে মাথা এলোমেলো করে দিবে, এদের কালার পেন দিয়ে গোল দাগ দিন!
৩।কিছু প্রশ্ন পাবেন যা আপনি মনেই রাখতে পারবেন না এদের ঘাড় ধরে নোট করুন! দাগ দিবেন না!
পরীক্ষার আগে আগে যখন জব সলিউশন টা মাত্র ১ দিনে রিভিউ করে ফেলবেন, তখন আপনার হাসি দেখে কে? এভাবে সব বই পড়বেন! কারণ পরীক্ষার আগে আপনি রিভিশন দিতে না পারলে আপনার প্রস্তুতি ৪০% কম হবে!
@আমরা অনেকেই দিনে ১২/১৪ পড়াশোনা করে 'মনে মনে বলি ইয়েস সেই পড়ে ফেলসি মাম্মা! একবার কি খেয়াল করেছেন কি পড়েছেন সারাদিন? ভাইরে পড়ালেখায় Serious হওয়ায় প্রয়োজন নাই Sincere হউন! রাতে ঘুমাতে যাওয়ার আগেই ঠিক করুন কি /কোন. সাব্জেক্ট পড়বেন! তা না হলে টেবিল এ বসে পাতা উল্টাতে হবে!
@যাদের মন বসেনা পড়ার টেবিলে, তাদের বলি আপনার সুবিধাজনক একটা পড়ার রুটিন করে কঠোরভাবে ফলো করুন! রুটিন আপনাকে পড়ার তাগিদ দিবে! সবকিছুর ফাকে ফাকে পড়ালেখা নয়, পড়ালেখার ফাকে ফাকে ফেসবুক, আড্ডা, ব্লা...ব্লা
আপনার ক্যারিয়ার না থাকলে আপনি অচল পয়সা!
@আপনার পড়ালেখা হবে সুদূর প্রসারী! যেমন গণিত! শুধু শর্টকাট পড়বেন না, আর প্রিলিতে গণিতে খুব বেশী সময় দিবেন না! ১৫ এর মধ্যে আপনি কিছু না করলেও. ৭/৮ পাবেন! আবার অনেকেই গণিতে দুর্বল বিসিএস লিখিত ভয় পাচ্ছেন, তাদের উদ্যেশ্যে বলি ৩৫ তম বিসিএস এ গণিতে ৫০ এ ১৫/২০ পেয়েও "প্রশাসন ক্যাডার " ও পেয়েছেন!
তাই আপনি আপনার Strong Side বের করুন একে আরোও শাণিত করুন!
🍀আমি বিগত বিসিএস ক্যাডারদের নম্বর পত্র দিয়ে ব্যাখ্যা করব কে কীভাবে স্ট্রং আর উইক জোনকে কাজে লাগিয়েছেন।।
@পড়ার লোভ সামলান, অর্থাৎ অপ্রাসঙ্গিক পড়ে মাথা নষ্ট করবেন না! বিগত সালের প্রশ্ন সমাধান ও বিশ্লেষণ করুন! যত বাদ দিয়ে পড়ার কৌশল রপ্ত করতে পারবেন তত সফল হবেন! আর হ্যাঁ সারাদিন টেবিলে মাথা গুজে শুধু পড়াশোনা ই করবেন না চোখ কান খোলা রাখুন! নিয়মিত পত্রিকা পড়ুন, বিবিসি শুনুন! মনে রাখবেন অতি পড়ুয়ারা খুব বেশি ক্যাডার হয়না, স্মার্টরা ই ক্যাডার হয় বেশি!
@ কি কি বই পড়বেন?
প্রথমেই বাজার থেকে ১০-৪০ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ যেকোন একটা বই কিনে শেষ করে ফেলুন। তাহলেই বুঝবেন কোথাই কোথাই থেকে প্রশ্ন আসে। ঠিক বুঝে যাবেন আপনি।।
ইংরেজিঃ
Grammar অংশের জন্য আপনার সহায়ক বই হতে পারে-
1) Common Mistakes in English by T. J. Fitikides
2) English for Competitive Exams by Md Fazlul Haque
3) A Passage To English Language by Jakir Hossain
4) S@ifur's Vocabulary or Studen vocabulary..
5) লিখিততে যুগোপযোগী শব্দার্থ ব্যবহার করতে The Daily Star পত্রিকার এডিটরিয়াল পার্টের বহুল প্রচলিত শব্দার্থগুলো খাতায় লিখে ফেলুন। Eassy লিখতে খুব কাজে লাগবে। কঠিন শব্দার্থ শিখলেও অই মুহুর্তে মাথায় আসে কম।।
যদি ইংরেজি সাহিত্যের ছাত্র না হোন তাহলে সাহিত্য অংশটি আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং, সেক্ষেত্রে একটি নয়; অনেকগুলো বই, নোট আপনাকে সহযোগিতা করবে।
1) A comprehensive approach to English Literature by Majharul Islam
2) Miracle by Oracle Prakashan
3) A handbook on English Literature by Sharif Hossain Ahmad Chowdhury
Note: ইংরেজি সাহিত্য অংশ গ্রুপ স্টাডি করে পড়ুন। এটা মনে রাখতে খুবই সাহায্য করে।।
বাংলাঃ
ব্যাকরণ অংশে-
ক) বাংলা ভাষার ব্যাকরণঃ ৯ম-১০ম শ্রেণি
খ) বিসিএস বিষয় বাংলাঃ ড. সৌমিত্র শেখর
গ) প্রবাদের উৎসসন্ধানঃ সমর পাল
ঘ) প্রমিত বাংলা বানানের নিয়মঃ বাংলা একাডেমি
সাহিত্য অংশে-
ক) লাল নীল দীপাবলিঃ হুমায়ুন আজাদ
খ) কতো নদী সরোবরঃ হুমায়ুন আজাদ
গ) বাংলা সাহিত্যের ইতিহাসঃ মাহবুবুল আলম
ঘ) শীকর- মোহসিনা নাজিলা
Note: বাংলা সাহিত্য অংশ গ্রুপ স্টাডি করে পড়ুন। এটা মনে রাখতে খুবই সাহায্য করে।।
গণিত ও মানসিক দক্ষতাঃ
১) সিলেবাস অনুসারে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির পাঠ্য বই
২) BCS Shortcut Math by Mohammad Arifur Rahman
৩) মানসিক দক্ষতাঃ ওরাকল গাইড (লিখিত)
বিজ্ঞানঃ
১) সাধারণ বিজ্ঞান (৬ষ্ঠ থেকে ৯ম)
২) পদার্থ ও রসায়ন বিজ্ঞান (৯ম)
.
বাংলাদেশ বিষয়াবলিঃ
১) অসমাপ্ত আত্মজীবনীঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২) ইতিহাস (৯ম ১০ম) এবং পৌরনীতি ও সুশাসন
৩) বাংলাদেশের সংবিধান- আরিফুর রহমান
৪) মূলধারা ৭১- মঈদুল হাসান
৫) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসঃ মুনতাসির মামুন ও মাহমুদুর রহমান
৬) বাংলাদেশ ও বিশ্বপরিচয়- (৬ষ্ঠ-৯ম)
৭) বাংলাদেশের তারিখঃ মুহাম্মদ হাবিবুর রহমান
৮) স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের ইতিহাস - আবু মোহাম্মদ দেলোয়ার
আন্তর্জাতিক বিষয়াবলিঃ
১) বিশ্ব রাজনীতির ১০০ বছরঃ তারেক শামসুর রেহমান
২) নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতিঃ তারেক শামসুর রেহমান
৩) আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতিঃ শাহ মুহাম্মদ আব্দুল হাই
৪) আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতিঃ মোঃ আবদুল হালিম
.
কম্পিউটারঃ
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক)
২) Easy কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
ভূগোল ও পরিবেশঃ
১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল বই
২) এসিউরেন্স গাইড
নৈতিকতা ও মূল্যবোধঃ
১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল বই
২) এসিউরেন্স গাইড
.
#গাইড_বইঃ
গাইড বইয়ের উপর পুরোপুরি ভরসা না করা গেলেও আপনার প্রস্তুতিকে গতিশীল করবে। সেক্ষেত্রে
>> ইংরেজি + বাংলা + কম্পিউটারের জন্য MP3,
>>বাংলাদেশ + আন্তর্জাতিক বিষয়াবলি +ভূগোল + নৈতিকতা মূল্যবোধের জন্য অ্যাসিওরেন্স,
>>গণিত + মানসিক দক্ষতা প্রফেসর
>> বিজ্ঞানের জন্য জামিলস বিজ্ঞান!
#বিদ্রঃ নিয়মিত পত্রিকা পড়া(বাংলা, ইংরেজি ), বিবিসি সংবাদ শোনা জরুরী।
#### পরীক্ষার হলে করণীয় ####
ডারউইন এর বিখ্যাত উক্তিটি হচ্ছে " Tomorrow As yesterday only the fittest will survive in the struggle for existence ".
পরীক্ষার হলটাও তাই, পরীক্ষা দিবে সাড়ে তিন থেকে চার লাখ, টিকে থাকবে সর্বোচ্চ ১৫ থেকে ২০ হাজার! মাথায় রাখবেন!
@ পরীক্ষার হলে ২ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ! আপনার এত্তদিনের সাধনা ভেস্তে যেতে পারে!
*প্রথমেই বলবো লোভ সামলান, হ্যাঁ লোভ সামলাতে বলছি! পিএসসি আপনাকে কিছু কনফিউজড প্রশ্নের লোভ দেখাবে, ফাঁদে পরেছেন তো মরেছেন! অনুমানের শিল্প দেখানোর দরকার নাই!
অনেকেই মনে করেন আরে ১৬০ গোল্লা ভরাট করি সর্বোচ্চ ২০ টাই ভুল হলো, তাও তো ১৩০ পাইতাছি! পরে হিসাব করে দেখা গেল নেগেটিভ মার্কিং এ পিএসসি উনার কাছে ২০ পায়!
সাধু সাবধান শুধু নেগেটিভ এর জন্য আপনি ধরা খাবেন!
@আসুন প্রিলিতে টিকার জন্য কি দরকার একটু বিশ্লেষণ করি! ৩৫ তম থেকেই নতুন ধাচের বিসিএস শুরু হয়েছে, কি প্রিলি, কি লিখিত!
বিগত কয়েকটি বিসিএস এর কাট মার্ক্স ছিলো আনুমানিক
৩৫ এ ৮৮,
৩৬ এ ১০৮,
৩৭ এ ৯৮,
৩৮ এ ১১০,
৪০এ ৯৮-১০০!(আনুমানিক )
তাহলে প্রিলিতে ২০০ তে আপনার ১৪০ পাওয়ার দরকার নাই, ১১৫/১২০ ই সেভ জোন! কেউ যদি ১৫০+ পায় আমাদের আপত্তি নাই, আমি সর্বসাধারণের কথা বলছি! আপনার প্রস্তুতি কে আরোও শাণিত করে যুদ্ধের জন্য প্রস্তুত হউন!
@বাংলাদেশে বিসিএস ক্র্যাজের অন্যতম কারন ক্যাডার এর পাশাপাশি #Non_Cadre_fact. অনেককেই বলতে শুনেছি তিনি শুধু নন ক্যাডারের জন্য বিসিএস দিচ্ছেন! নন ক্যাডারের আলাদা কোন সার্কুলার নেই বললেই চলে!
#আমি বলছি না বিসিএস ই জীবনের সব, এটা শুধু বিসিএস স্বপ্ন বিলাসীদের জন্য! রিজিকের মালিক আল্লাহ, তিনিই উত্তম ফায়সালাকারী! আপনি শুধু লেগে থাকুন!
@অভিজ্ঞতাটুকু কারো বিন্দুমাত্র উপকারে আসলে ভাল লাগবে! এই অনভিজ্ঞ মানুষের অভিজ্ঞতা শেয়ার যদিও হাস্যকর, তবুও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন!
সকলের দোয়া প্রত্যাশী .......





No comments:
Write Comments